তাসকিনের ভেতর সঠিক ইঞ্জিন আছে বলছেন ডোনাল্ড

তাসকিনকে বুঝিয়েছে বিসিবি, পাচ্ছেন না এনওসি
Vinkmag ad

নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়েছেন তাসকিন আহমেদ। এতটাই বদলেছেন যে মাঝে হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়া এই ডানহাতি এখন জাতীয় দলের ৩ ফরম্যাটেই অটো চয়েজ। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দেশে ফিরলেও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড প্রশংসায় ভাসিয়েছেন, জানিয়েছেন শুভ কামনা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে তাসকিনের অবদান অনস্বীকার্য। ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট, বিশেষ করে সিরিজ নিশ্চিত করা তৃতীয় ওয়ানডেতে একাই শিকার করেন ৫ উইকেট।

তবে ডারবানে বড় ব্যবধানে হারা প্রথম টেস্টেই চোটে পড়েন তাসকিন। কাঁধের চোট নিয়েও অবশ্য বল করেছেন দুই ইনিংসেই। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তুলে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেটও। কিন্তু ব্যথার তীব্রতা বাড়াতে ফিরে আসেন দেশে।

এই সিরিজ দিয়েই বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ শুরু করা দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড বেশ মুগ্ধ তাসকিনে। বিশেষ করে তার শেখার আগ্রহ নিয়ে প্রশংসা ঝরলো ডোনাল্ডের কণ্ঠে। ডোনাল্ড মনে করেন সঠিক ইঞ্জিনই আছে তাসকিনের ভেতর।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন,

‘আমরা তাসকিন ও সে নিজেকে যেভাবে পরিচালনা করছে সে সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারিনা। ওয়ানডেতে তার পারফরম্যান্সে আমি দারুণ খুশি। যেভাবে সে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছে। প্রথম টেস্টে কাঁধে কিছুটা অস্বস্তি বোধ করে পরে যা আরও খারাপের দিকে যায়। দ্বিতীয় ইনিংসে সে ট্যাপ লাগিয়ে খেলেছে। সে দেশের জন্য নিজের কাজটা করতে বেশ মুখিয়ে ছিল।’

‘আমরা তাঁর জন্য শুভ কামনা জানাই। কিছুদিনের মধ্যেই আমাদের শ্রীলঙ্কায় সিরিজ আছে। তাঁর মতো একজনের সাথে কাজ করা আনন্দের ব্যাপার। সে দারুণ একজন শ্রোতা, সে শিখতে আগ্রহী। তাঁর নিজের মধ্যে সঠিক ইঞ্জিন আছে। সব যন্ত্রণা নিয়েই সে এগিয়ে যায়।’

‘তাঁরা তিনজনই (প্রথম টেস্টে খেলা তিন পেসার তাওস্কিন, এবাদত ও খালেদ) আউটস্ট্যান্ডিং, বিশেষ করে তাসকিন যার কীনা প্রচুর ব্যথা ছিল। এমন কিছুই তাঁর চরিত্র সম্পর্কে ধারণা দেয়, সে সঙ্গে সে দলের জন্য কতটা যত্নশীল তারও একটা বার্তা দেয়। সে তাঁর সর্বোচ্চ পর্যায়ের ব্যথা নিয়ে খেলেছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শাইনপুকুরকে অল্পতে আটকে দিয়ে সিটি ক্লাবের টানা দ্বিতীয় জয়

Read Next

মার্চে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

Total
0
Share