র‍্যাংকিংয়ে জয়ের লম্বা লাফ, মিরাজের উন্নতি

র‍্যাংকিংয়ে জয়ের লম্বা লাফ, মিরাজের উন্নতি
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পর আইসিসি হালনাগাদ করেছে ক্রিকেটারদের র‍্যাংকিং। যেখানে উন্নতি হয়েছে ডিন এলগার, মাহমুদুল হাসান জয়, কেশব মহারাজ, মেহেদী হাসান মিরাজদের।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ডারবান টেস্টে দুই ইনিংসেই করেন ফিফটি। ৬৭ ও ৬৪ রানের ইনিংস খেলা এলগার এগিয়েছেন ৩ ধাপ, টেস্ট ব্যাটারদের তালিকায় তার অবস্থান এখন ১৩ নম্বরে।

বাংলাদেশের প্রথম কোন ব্যাটার হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয়। ১ম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলা জয় দিয়েছেন লম্বা লাফ। ৩৭ ধাপ এগিয়ে জয় আছেন ৬৬ নম্বরে।

টেস্টে সেরা ১০ ব্যাটারের তালিকায় কোন পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেইন এখনো আছেন শীর্ষে। দ্বিতীয় অবস্থানে স্টিভ স্মিথ, তৃতীয় অবস্থানে কেন উইলিয়ামসন।

বোলারদের তালিকায় শীর্ষেই আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। যথাক্রমে ২ ও ৩ নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রীত বুমরাহ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা কাগিসো রাবাদা এক ধাপ নিচে নেমেছেন এখন শাহীন শাহ আফ্রিদির সঙ্গে যৌথভাবে আছেন ৪ নম্বরে।

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারা শেষ ইনিংসে ৭ উইকেট নিয়ে এগিয়েছেন ২ ধাপ, আছেন ২৮ নম্বরে। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ দুই ইনিংসেই ৩ টি করে উইকেট নিয়ে এগিয়েছেন ৪ ধাপ। ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে আছেন তিনি।

অলরাউন্ডারের তালিকায় তেমন কোন পরিবর্তন আসেনি। শীর্ষেই আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন ২ ও জেসন হোল্ডার ৩ নম্বরে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট না খেললেও ৪ নম্বর অবস্থানেই আছেন সাকিব আল হাসান।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টেস্ট)-

১. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৯২
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৪৫
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৪৪
৪. জো রুট (ইংল্যান্ড)- ৮৪৩
৫. বাবর আজম (পাকিস্তান)- ৮১৫

৬. দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)- ৭৮১
৭. উসমান খাজা (অস্ট্রেলিয়া)- ৭৫৭
৮. রোহিত শর্মা (ভারত)- ৭৫৪
৯. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)- ৭৪৪
১০. ভিরাট কোহলি (ভারত)- ৭৪২

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টেস্ট)-

১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০১
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৫০
৩. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৮৩০
৪. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৮২৭
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮২৭

৬. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ৮২০
৭. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৭৯০
৮. নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড)- ৭৭৭
৯. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৬৫
১০. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৫২

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টেস্ট)-

১. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৮৫
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৪১
৩. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৩৬
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩১৮
৫. বেন স্টোকস (ইংল্যান্ড)- ২৯৮।

৯৭ প্রতিবেদক

Read Previous

ইউনিস খানের কাছ থেকে শিখতে মুখিয়ে রাশিদ খান

Read Next

বলির পাঠা বানানো ডোমিঙ্গোর কথা শুনতে চায় না কয়েকজন ক্রিকেটার: পাপন

Total
0
Share