

দীনেশ কার্তিক ও শাহবাজ আহমেদের কার্যকরী ব্যাটিংয়ে দারুণ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। রাজস্থান রয়্যালসকে তারা ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে। বিফলে যায় জস বাটলারের অনবদ্য ইনিংস।
১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও অনুজ রাওয়াতের মধ্যকার ৫৫ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয়েছিল আরসিবির। তবে ৩২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে তারা।
হার যখন এক প্রকার নিশ্চিত, তখনই কার্তিক ও শাহবাজের মধ্যকার ৬৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আরসিবি। শাহবাজ ২৬ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৪ রানে আউট হন। বাকি পথ নির্বিঘ্নে পার করেন কার্তিক ও হারশাল প্যাটেল। ৫ বল বাকি থাকতে জয় পেয়ে যায় তারা।
কার্তিক মাত্র ২৩ বলে ৭ চার ও ১ ছয়ে ৪৪ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। ম্যাচ সেরাও হন তিনি। হারশাল ৯ রানে নট আউট থাকেন।
রাজস্থানের পক্ষে যুজবেন্দ্র চাহাল ও ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাটলারের লড়াকু ইনিংস এবং দেবদূত পাডিকাল ও শিমরন হেটমেয়ারের চিত্তাকর্ষক ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৯ রান করে রাজস্থান। বাটলার ৪৭ বলে ৬ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। পাডিকাল ৩৭ রান করলেও হেটমেয়ার ৪২ রানে নট আউট থাকেন।
আরসিবির পক্ষে ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হারশাল প্যাটেল ১টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজস্থান রয়্যালসঃ ১৬৯/৩ (২০), বাটলার ৭০*, জ্যাসওয়াল ৪, পাডিকাল ৩৭, স্যামসন ৮, হেটমেয়ার ৪২*; উইলি ৪-০-২৯-১, হাসারাঙ্গা ৪-০-৩২-১, হারশাল ৪-০-১৮-১
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৭৩/৬ (১৯.১), ডু প্লেসিস ২৯, অনুজ ২৬, কোহলি ৬, উইলি ০, রাদারফোর্ড ৫, শাহবাজ ৪৫, কার্তিক ৪৪*, হারশাল ৯*; চাহাল ৪-০-১৫-২, বোল্ট ৪-০-৩৪-২, সাইনি ৩-০-৩৬-১
ফলাফলঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৪ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ দীনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)