এলিস-ফিঞ্চ যুগলবন্দীতে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

এলিস-ফিঞ্চ যুগলবন্দীতে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া
Vinkmag ad

নাথান এলিসের ক্যারিয়ার সেরা বোলিং ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল হাফ সেঞ্চুরিতে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লাহোরে পাকিস্তানকে তারা হারিয়েছে ৩ উইকেটের ব্যবধানে।

অজি দলে এদিন ৩ জনের অভিষেক হয়। টসে জিতে বোলিং নিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন অভিষিক্ত ক্যামেরন গ্রিন। তবে তার আগে পাকিস্তানের সূচনাটা দারুণ ছিল। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে গড়ে উঠেছিল ৬৭ রানের জুটি। পরপর দুই বলে রিজওয়ান (২৩) ও ফখর জামানকে (০) ফেরান গ্রিন।

এরপর বাবর একা লড়লেও বাকি ব্যাটসম্যানরা বড় স্কোর গড়তে পারেননি। অর্ধশতকের দেখা পান বাবর, ৪৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে উসমান কাদিরের ৬ বলে অপরাজিত ১৮ রানের কল্যাণে ৮ উইকেটে ১৬২ রান করতে সমর্থ হয় পাকিস্তান।

অজিদের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন এলিস। তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের মিডল অর্ডার ধ্বসে যায়। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অজিদের সূচনায় ২১ বলে ৪০ রানের জুটি এনে দেন ফিঞ্চ ও ট্রাভিস হেড। হেড ২৬ রান করে আউট হন। জশ ইংলিশ (২৪) ও মার্কাস স্টয়নিস (২৩) দ্রুত রান করে দলকে জয়ের রাস্তা আরও প্রশমিত করেন।

তবে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে একবারে জয়ের কাছাকাছি নিয়ে আউট হন ফিঞ্চ। ৪৫ বলে ৫৫ রান করেন তিনি। শেষদিকে পাকিস্তানি বোলাররা ঝড় তুললেও বেন ম্যাকডারমট (২২*) আস্থার সাথে দলকে জয় এনে দিতে সক্ষম হন।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম, উসমান কাদির ও শাহীন শাহ আফ্রিদি ২টি করে উইকেট পান।

ম্যাচ সেরা হয়েছেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তানঃ ১৬২/৮ (২০), রিজওয়ান ২৩, বাবর ৬৬, ফখর ০, ইফতিখার ১৩, খুশদিল ২৪, আসিফ ৩, হাসান ১০, শাহীন আফ্রিদি ০, ওয়াসিম ২*, কাদির ১৮*; অ্যাবট ৪-০-২৮-১, এলিস ৪-০-২৮-৪, জ্যাম্পা ৪-০-২৯-১, গ্রিন ৩-০-১৬-২

অস্ট্রেলিয়াঃ ১৬৩/৭ (১৯.১), ফিঞ্চ ৫৫, হেড ২৬, ইংলিশ ২৪, লাবুশেইন ২, স্টয়নিস ২৩, গ্রিন ২, ম্যাকডারমট ২২*, অ্যাবট ০, ডরশুইস ০*; শাহীন আফ্রিদি ৪-০-২১-২, রউফ ৩.১-০-৩৫-১, কাদির ৪-০-৩৩-২, ওয়াসিম ৪-০-৩০-২

ফলাফলঃ অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)।

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কার ভেঙে পড়া অর্থনীতির ধাক্কা খেল বাংলাদেশ এইচপি দলও

Read Next

বাটলারকে ম্লান করে ব্যাঙ্গালোরের জয়

Total
0
Share