শ্রীলঙ্কার ভেঙে পড়া অর্থনীতির ধাক্কা খেল বাংলাদেশ এইচপি দলও

প্রায় দুই মাসের এইচপি ক্যাম্প, অথচ নেই কোনো স্পিন কোচ
Vinkmag ad

শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশটিতে বর্তমানে জনগণের ক্ষোভ বিরজমান। এই সংকটময় সময়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের শ্রীলঙ্কা সফর সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড। মাঠ সংকটে আয়ারল্যান্ড সফরও সম্ভব হচ্ছে না।

মূলত সফরটি ছিল ২০২০ সালের। তবে করোনা ও কোয়ারেন্টাইন জটিলতায় সেবার জাতীয় দলের সাথে এইচপির সফরটিও ভেস্তে যায়। গত বছর এপ্রিলে জাতীয় দল অবশত দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলে আসে।

এইচপির স্থগিত সফরটি হওয়ার কথা ছিল চলতি বছর মে-জুনের দিকে। কিন্তু সম্প্রতি দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে আরেক দফা স্থগিত হচ্ছে। অন্যদিকে আয়ারল্যান্ড সফরের কথা থাকলেও তা বাতিল হচ্ছে দেশটির মাঠ সংকটে।

আজ (৫ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন,

‘আমাদের যে দুটো সফর ছিল একটা আয়ারল্যান্ড ও আরেকটি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অবস্থা আপনারা সবাই জানেন। ফিনেন্সিয়াল ক্রাইসিস বা ইকোনোমিক কারণে সিরিজটি আয়োজন করতে পারছে না। সেটা স্বীকার করছে। আর আয়ারল্যান্ডের মাঠের সংখ্যা খুবই কম।’

সফর দুটি না হলেও আসন্ন রমজান ঈদের পরই এইচপির কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান দুর্জয়। তিনি বলেন,

‘ঈদের পর মে মাস থেকে আমরা এইচপির প্রোগ্রাম শুরু করার কথা ভাবছি। প্রথমে আমরা কন্ডিশনিং ক্যাম্প আর পেস বোলারদের নিয়ে ক্যাম্প শুরু করবো। এরপর জুনের এক তারিখ থেকে আমাদের স্কিল ক্যাম্প শুরু করার পরিকল্পনা আছে।’

‘জাতীয় দলের যেসব কমিটমেন্ট তারা কোভিডের কারণে করতে পারেনি সেগুলো তারা এখন করছে। আমরা দুইটা দেশকেই হোস্ট করেছি। কিন্তু তারা সিরিজ আয়োজনের জন্য অপারগতা প্রকাশ করেছে।’

‘তাই আমরা অন্যত্র চেষ্টা করছি। যদি আমরা কারো সঙ্গে সিরিজ খেলতে নাও পারি তাহলে ভিন্ন কন্ডিশনে গিয়ে ক্যাম্প করার চেষ্টা করছি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ভারত ও বাংলাদেশের ক্রিকেট মানের পার্থক্য কমছে: হনুমা বিহারি

Read Next

এলিস-ফিঞ্চ যুগলবন্দীতে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

Total
0
Share