

ইংল্যান্ডের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ ‘দ্য হান্ড্রেড’-এর প্লেয়ার্স ড্রাফট থেকে খেলোয়াড় টেনে স্কোয়াড সাজিয়েছে ৮ ফ্র্যাঞ্চাইজি। ডেভিড ওয়ার্নার, বাবর আজম, ক্রিস গেইল অবিক্রিত। সাকিব আল হাসান সহ বাংলাদেশের মোট ১০ ক্রিকেটারকে ড্রাফটে আগ্রহ দেখায়নি কোন দল।
দ্য হান্ড্রেড এর প্লেয়ার্স ড্রাফটে দলগুলি স্থানীয় প্রতিভাকে অগ্রাধিকার দিয়েছে। আগামী ৩ আগস্ট থেকে মাঠে গড়াবে ‘দ্য হান্ড্রেড’ এর দ্বিতীয় আসর।
প্রতিটি দল তাঁদের স্কোয়াড সম্পূর্ণ করতে জুলাই মাসে দুইজন ‘ওয়াইল্ডকার্ড’ খেলোয়াড়- একজন দেশীয়, একজন বিদেশীকে দলে নিবে সরাসরি চুক্তিতে।
ইংল্যান্ডের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ ‘দ্য হান্ড্রেড’-এর প্লেয়ার্স ড্রাফটের জন্য নাম নিবন্ধন করেছিল মোট ২৮৪ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয় খেলোয়াড়। তবে দল পেলেন মোট ৪২ জন। তার মধ্যে ১৭ জন বিদেশি ও ২৫ জন স্থানীয় খেলোয়াড়।
উদ্বোধনী আসরের মতো এবারও প্লেয়ার্স ড্রাফটে দল পায়নি বাংলাদেশি ক্রিকেটাররা। ড্রাফটে আট দলের কোনোটিই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ দেখায়নি।
সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডের রিজার্ভ প্রাইসের লিস্টের- ডেভিড ওয়ার্নার, বাবর আজম, ক্রিস গেইল, মিচেল মার্শ, নিকোলাস পুরান এবং তাব্রাইজ শামসির মতো তারকারা দল পাননি।
তবে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো পেয়েছেন দল। প্রথমবারের মতো দ্য হান্ড্রেড মাতাবেন পাকিস্তানি তরুণ পেসার নাসিম শাহ। অভিজ্ঞ ওয়াহাব রিয়াজও পেলেন দল। লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কককেও টেনছে ফ্র্যাঞ্জাইজিগুলো।
দ্য হান্ড্রেড মেন্সের ৮ দলের স্কোয়াডঃ
লন্ডন স্পিরিটঃ জ্যাক ক্রাউলি, মার্ক উড, কাইরন পোলার্ড, লিয়াম ডওসন, গ্লেন ম্যাক্সওয়েল, এউইন মরগান, রাইলি মেরেডিথ, জর্ডান থম্পসন, ম্যাসন ক্রেন, ড্যান লরেন্স, ড্যানিয়েল বেল ড্রামন্ড, ক্রিস উড, অ্যাডাম রসিংটন, রবি বোপারা, ব্ল্যাক কুলেন এবং ব্র্যাড হুইল।
ওয়েলস ফায়ারঃ জনি বেয়ারস্টো, ওলি পোপ, জো ক্লার্ক, টম ব্যানটন, অ্যাডাম জাম্পা, বেন ডকেট, ডেভিড মিলার, জ্যাক বল, নাসিম শাহ, ডেভিড পেইন, সাম হাইন, লিউস ডু প্লোয়, ম্যাট ক্রিচলি, রায়ান হিগিন্স, জ্যাকব বেথেল এবং জোশ কোব।
ম্যানচেস্টার অরিজিনালসঃ জস বাটলার, ওলি রবিনসন, আন্দ্রে রাসেল, লরি ইভান্স, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফিল সল্ট, ড্যানিয়েল ওরাল, ম্যাট পার্কিনসন, শন অ্যাবট, জেমি ওভারটন, টম হার্টলি, টম ল্যামনবি, কলিন অ্যাকারম্যান, ওয়েন ম্যাডসেন, ফ্রেড ক্লাসেন এবং ক্যালভিন হ্যারিসন।
নর্দান সুপারচার্জারঃ বেন স্টোকস, ডোয়াইন ব্রাভো, আদিল রশিদ, ডেভিড উইলি, ফাফ ডু প্লেসিস, ওয়াহাব রিয়াজ, হ্যারি ব্রুক, অ্যাডাম হোস, ব্রাইডন কার্স, ম্যাথিউ পটস, রোল্ফ ভ্যান ডার মারওয়ে, জন সিম্পসন, অ্যাডাম লিথ, লুক রাইট এবং ক্যালাম পার্কিনসন।
ওভাল ইনভিনসিবলসঃ স্যাম কারান, ররি বার্নস, সুনীল নারাইন, জেসন রয়, স্যাম বিলিংস, টম কারান, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, রাইলি রুশো, রিস টপলি, ড্যানি ব্রিগস, হিল্টন কার্টরাইট, ম্যাট মাইলন্স, জ্যাক লেনিং, জর্ডান কক্স এবং নাথান সোটার।
ট্রেন্ট রকেটসঃ জো রুট, ডেভিড মালান, টম কোহলার ক্যাডমোর, রাশিদ খান, অ্যালেক্স হেলস, লুইস গ্রেগরি, কলিন মুনরো, ইয়ান ককবাইন, মার্চেন্ট ডি ল্যাঞ্জ, লুক উড, সামিত প্যাটেল, ম্যাট কার্টার, স্টিভেন মুলানি, স্যাম কুক, লুক ফ্লেচার এবং টম মুরস।
বার্মিংহাম ফিনিক্সঃ ক্রিস ওকস, জ্যাক লিচ, ম্যাথু ওয়েড, লিয়াম লিভিংস্টোন, ওলি স্টোন, মঈন আলি, অ্যাডাম মিলনে, বেনি হাওয়েল, কেন রিচার্ডসন, টম অ্যাবেল, ম্যাথু ফিশার, উইল স্মিড, ক্রিস বেঞ্জামিন, মাইলস হ্যামন্ড, গ্রায়েন ভ্যান বোরেন এবং হেনরি ব্রুকস।
সাউদার্ন ব্রেভঃ জোফরা আর্চার, কুইন্টন ডি কক, মার্কাস স্টয়নিস, জেমস ভিন্স, টাইমাল মিলস, ক্রিস জর্ডান, জর্জ গার্টন, অ্যালেক্স ডেভিস, জ্যাক লিন্টট, টিম ডেভিড, রস হোয়াইটলি, ক্রেইগ ওভারটন, জো ওয়েদারলি এবং ড্যান মোরিয়ারটি।