

বয়সটা ৩৭, তবে এখনো দাপট দেখিয়েই খেলে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ এ খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে, দিচ্ছেন নেতৃত্বও। প্রথম ৬ ম্যাচে কেবল ১ ফিফটি পাওয়া আশরাফুল ৭ম ম্যাচে এসে পেলেন সেঞ্চুরির দেখা।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১ রান করার পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫৫ রান করেছিলেন আশরাফুল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে কোন রান পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেন ১৭ রান, সর্বশেষ আবাহনী লিমিটেডের বিপক্ষেও আউট হয়েছিলেন কোন রান না করে।
তবে বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে আজ রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেললেন লিস্ট এ ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস। ২৭৫ তম লিস্ট এ ম্যাচ খেলতে থাকা আশরাফুল পেয়েছেন ১১ তম সেঞ্চুরির দেখা।
View this post on Instagram
ওপেন করতে নেমে শেষ অব্দি ব্যাট করেন আশরাফুল। ১৩৯ বল খেলে ১৬ চার ও ১ ছয়ে ১৪১ রান করে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার।
৫৯৪৮ লিস্ট এ রান নিয়ে আজকের ম্যাচ খেলতে নামা মোহাম্মদ আশরাফুল আজ পেরিয়েছেন লিস্ট এ ক্রিকেটে ৬০০০ রানের গন্ডিও।
মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি এবং মাইশুকুর ও চতুরঙ্গের জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৯ রান তোলে ব্রাদার্স ইউনিয়ন। মাইশুকুর রহমান ৯২ বলে ৬৮ ও চতুরঙ্গ ডি সিলভা মাত্র ২৫ বলে ৫১ রান করেন। শেষ দিকে ২ বল খেলে ৬ রান করে অপরাজিত থাকেন সোহাগ গাজী।