কোহলি সকালে ঘুম থেকে উঠে যদি রোনালদো হয়ে যান; প্রথমেই করবেন মস্তিষ্ক স্ক্যান

পাকিস্তানকে সমীহ করছেন কোহলি, ভাবছেন না রেকর্ড নিয়ে
Vinkmag ad

একদিন সকালে ঘুম থেকে ওঠে ভিরাট কোহলি যদি ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে যান তাহলে কী করবেন? আরসিবির এক ভিডিওতে এমনই প্রশ্ন কোহলিকে করা হয়েছিল। জবাবে তিনি দিলেন মজার উত্তর।

তারকা ক্রিকেটার হয়েও ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় একজন ভক্ত ভিরাট কোহলি। ক্রিশ্চিয়ানো হয়ে কোনও দিন ঘুম থেকে উঠলে কী করতেন কোহলি?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রকাশিত এক ভিডিওতে রোনালদোকে নিয়ে নিজের সবচেয়ে প্রিয় অ্যাথলেট হিসেবে বেছে নিয়েছেন ভিরাট কোহলি। সঙ্গে এটিও বলেছেন, একদিন ঘুম থেকে উঠে দেখলেন তিনি রোনালদো হয়ে গেছেন। তখন মস্তিষ্কের স্ক্যান করাতেন কোহলি। তাঁর কণ্ঠে,

‘সবার আগে মস্তিষ্কটা স্ক্যান করাব। এর পর আমি বোঝার চেষ্টা করতাম কী করে ওর মানসিক শক্তি এতটা বেশি।’

৯৭ ডেস্ক

Read Previous

আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে বিসিবি

Read Next

বিকেএসপিতে মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস

Total
0
Share