নারীদের বিশ্বকাপে মোস্ট ভ্যালুয়েবল টিমে বাংলাদেশের সালমা

নারীদের বিশ্বকাপে মোস্ট ভ্যালুয়েবল টিমে বাংলাদেশের সালমা
Vinkmag ad

শেষ হয়েছে নারীদের বিশ্বকাপের এবারের আসর। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ৭ম বারের মত চ্যাম্পিয়ন হয়েছে মেগ লেনিংয়ের অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষে আইসিসি বেছে নিয়েছে মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্ট।

এই দলের ক্যাপ্টেন হিসাবে আছেন মেগ লেনিংই। তিনি সহ অস্ট্রেলিয়ার মোট ৪ জন আছেন এই দলে। মেগ লেনিং দলকে নেতৃত্ব দেবার পাশাপাশি এই আসরে ৩৯৪ রান করেছেন।

লেনিংয়ের ডেপুটি রেচেল হেইন্স টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯৭ রান করেছেন। হেইন্স দলে জায়গা পেলেও ওপেন করবেন না। ওপেনিংয়ের জন্য বিবেচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ২২ বছর বয়সী লরা ৫ ফিফটিতে দলকে তুলেছিলেন সেমি ফাইনালে।

টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালিসা হিলি নিশ্চিতভাবেই আছেন দলে, সামলাবেন উইকেটরক্ষকের দায়িত্ব।

৫ নম্বরে ব্যাট করবেন ইংলিশ অলরাউন্ডার ন্যাট শিভার। টুর্নামেন্টে রানার আপ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন শিভার (৪৩৬)। ফাইনালে অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলা শিভার টুর্নামেন্টে নিয়েছেন ৪ উইকেটও।

ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রতিনিধি হিসাবে দলে আছেন হেইলি ম্যাথুস। টুর্নামেন্টে ২৬০ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মারিজান কেপ ২০৩ রান ও ১২ উইকেট নিয়ে দলে জায়গা করে নিয়েছেন। ২১ উইকেট নেওয়া ইংল্যান্ডের সোফি ইকলেস্টন অনুমিতভাবেই আছেন দলে।

দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল দলে গতি তারকা হিসাবে আছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল তার দখলে। বাংলাদেশ দলের একমাত্র প্রতিনিধি হিসাবে দলে জায়গা করে নিয়েছেন সালমা খাতুন। এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে খেলেছে বাংলাদেশের নারীরা, যেখানে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন সালমা।

দ্বাদশ ক্রিকেটার হিসাবে দলে আছেন ইংল্যান্ডের চার্লি ডিন। দলে জায়গা পাননি ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার।

একনজরে নারীদের বিশ্বকাপে মোস্ট ভ্যালুয়েবল টিম-

লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (উইকেটকিপার, অস্ট্রেলিয়া), মেগ লেনিং (ক্যাপ্টেন, অস্ট্রেলিয়া), রেচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট শিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান কেপ (দক্ষিণ আফ্রিকা), সোফি ইকলেস্টন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।

দ্বাদশ ক্রিকেটার- চার্লি ডিন (ইংল্যান্ড)।

৯৭ প্রতিবেদক

Read Previous

সব জেনে শুনেও কেন বেহাল দশা? ব্যাখ্যায় যা বললেন মুমিনুল

Read Next

মুমিনুল বলছেন প্রোটিয়ারা মাঠে গালাগালিও করেছে

Total
2
Share