চেন্নাই সুপার কিংসের হারের হ্যাটট্রিক

20220404 110212
Vinkmag ad

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ড ঝলকে পাঞ্জাব কিংসের কাছে তারা হেরেছে ৫৪ রানে। ৩ ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই।

টসে জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠান চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। ১৪ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায় পাঞ্জাবের। তবে লিভিংস্টোনের ব্যাটিং ঝড়ে কোনঠাসা হয়ে পড়ে চেন্নাইয়ের বোলিং লাইনআপ।

শিখর ধাওয়ানের সাথে ৩য় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন লিভিংস্টোন। ধাওয়ান ৩৩ রান করে আউট হন। একটু পরে সাজঘরে চলে যান লিভিংস্টোনও। ৩২ বলে ৫টি করে চার ও ছয়ের মারে ৬০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান জিতেশ শর্মা ও টেলএন্ডারদের কল্যাণে ৮ উইকেটে ১৮০ রান পর্যন্ত সমর্থ হয় পাঞ্জাব।

চেন্নাইয়ের পক্ষে ডোয়াইন প্রিটোরিয়াস ও ক্রিস জর্ডান ২টি করে উইকেট নেন।

জবাবে পাঞ্জাবের পেসারদের কাছে শুরুতে কাবু হয়ে যায় চেন্নাইয়ের উপরের সারির ব্যাটসম্যানরা। ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে তারা। শিভাম দুবের ঝড়ো হাফ সেঞ্চুরিতে লড়াইয়ে ফেরার আভাস দেয় চেন্নাই। তবে রাহুল চাহার ও লিভিংস্টোনের স্পিনের ঘূর্ণিতে ১২৬ রানে অলআউট হয়ে যায় চেন্নাই।

দুবে ৩০ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৭ রান করেন। মাহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে আসে ২৩ রান।

পাঞ্জাবের পক্ষে রাহুল চাহার ৩টি এবং বৈভব অরোরা ও লিভিংস্টোন ২টি করে উইকেট পান।

ম্যাচ সেরা হয়েছেন লিভিংস্টোন।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাঞ্জাব কিংসঃ ১৮০/৮ (২০), মায়াঙ্ক ৪, ধাওয়ান ৩৩, রাজাপাকসে ৯, লিভিংস্টোন ৬০, জিতেশ ২৬, শাহরুখ ৬, স্মিথ ৩, রাবাদা ১২*, রাহুল চাহার ১২, বৈভব ১*; মুকেশ ৪-০-৫২-১, জর্ডান ৪-০-২৩-২, ব্রাভো ৩-০-৩২-১, জাদেজা ৪-০-৩৪-১, প্রিটোরিয়াস ৪-০-৩০-২

চেন্নাই সুপার কিংসঃ ১২৬/১০ (১৮), উথাপ্পা ১৩, রুতুরাজ ১, মইন ০, রায়ডু ১৩, জাদেজা ০, দুবে ৫৭, ধোনি ২৩, ব্রাভো ০, প্রিটোরিয়াস ৮, জর্ডান ৫, মুকেশ ২*; বৈভব ৪-০-২১-২, রাবাদা ৩-০-২৮-১, আর্শদ্বীপ ২-০-১৩-১, স্মিথ ২-০-১৪-১, রাহুল চাহার ৪-০-২৫-৩, লিভিংস্টোন ৩-০-২৫-২

ফলাফলঃ পাঞ্জাব কিংস ৫৪ রানে জয়ী

ম্যাচ সেরাঃ লিয়াম লিভিংস্টোন (পাঞ্জাব কিংস)।

৯৭ ডেস্ক

Read Previous

জানা বাস্তবতায় শেষদিনে বাংলাদেশের অনুপ্রেরণা জয়

Read Next

রস টেইলরের শেষ ইনিংস, পেলেন বিদায়ী সম্মান

Total
0
Share