

দীর্ঘ বিরতির পর ঢাকা লিগে ফিরেছে সিটি ক্লাব। তবে চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ এ জয়ের রাস্তা খুজে পাচ্ছিল না দলটি। টানা ৫ পরাজয়ের পর অবশ্য ৬ষ্ঠ ম্যাচে এসে জয়ের স্বাদ পেয়েছে তারা।
বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে আজ (৩ এপ্রিল) রোমাঞ্চকর এক ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে সিটি ক্লাব হারিয়েছে ১ উইকেটের ব্যবধানে।
টসে হেরে এদিন আগে ব্যাট করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। অমিত হাসানের ৮৫ ও সালমান হোসেন ইমনের ৬৬ ছাড়া আর বলার মত রান করেন কেবল মোহাম্মদ হাসানুজ্জামান (৩৮)।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪১ রান করে খেলাঘর। সিটি ক্লাবের পক্ষে ৩ উইকেট নেন শাহরিয়ার আলম মাহিম। ১ টি করে শিকার আব্দুল হালিম, উসমান খালিদ, আব্দুল্লাহ আল মামুন রাজু ও মইনুল ইসলাম সোহেল।
জবাব দিতে নেমে জাকিরুল আহমেদ জেম ও আশিক উল আলম নাইমের ৭০ ছাড়ানো দুই ইনিংসে জয়ের ভীত গড়ে সিটি ক্লাব। তিনে নামা জাকিরুল ৭৯ বলে ৭২ রান করেন। পাচে নামা আশিক উল আলম নাইম খেলেন ১০৫ বলে ৭৪ রানের ইনিংস।
লেজের দিকের ব্যাটাররা প্রয়োজনীয় রান করলে শেষ ওভারের ৫ম বলে যেয়ে জয়ের দেখা পায় সিটি ক্লাব।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতির পক্ষে ৪ উইকেট নেন মাসুম খান টুটুল। ২ উইকেট পান টিপু সুলতান, ১ টি করে শিকার হোসেন আলি ও মোহাম্মদ ইলিয়াসের।
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ২৪১/৭ (৫০), অমিত ১০, হাসানুজ্জামান ১৮, থারাঙ্গা ৭, অমিত হাসান ৮৫, নাদিফ ০, সালমান ৬৬, টুটুল ১২, ইলিয়াস ৪*, সাজ্জাদ ১৪*; হালিম ৭-১-২৭-১, খালিদ ১০-০-৩৭-১, মাহিম ১০-০-৭৪-৩, রাজু ১০-০-৪৭-১, সোহেল ১০-০-৪৩-১
সিটি ক্লাব ২৪৬/৯ (৪৯.৫), তুষার ২২, কমল ১৭, জেম ৭২, রাজু ০, আশিক ৭৪, সোহেল ২২, রোয়েন ৪, মিলন ৬, খালিদ ১৪*, হালিম ০, মাহিম ৬*; হোসেন ৯-০-৫৪-১, টিপু ৮.৫-১-৪৪-২, টুটুল ১০-০-৪১-৪, ইলিয়াস ৯-১-৪৬-১
ফলাফলঃ সিটি ক্লাব ১ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ আশিক উল আলম নাইম (সিটি ক্লাব)।