মুস্তাফিজ ঝলকের দিন ব্যর্থতার গল্প লিখল দিল্লি

মুস্তাফিজ ঝলকের দিন ব্যর্থতার গল্প লিখল দিল্লি
Vinkmag ad

মুস্তাফিজের ঝলকের দিনে ব্যর্থতার গল্প লিখেছে তার দল দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্সের কাছে তারা হেরেছে ১৪ রানের ব্যবধানে। চলমান আইপিএলে এটি গুজরাটের টানা ২য় জয়।

শুবমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে ৬ উইকেটে ১৭১ রান করে গুজরাট। ৪৬ বলে ৬ চার ও ৪ ছয়ে ৮৪ রান করেন শুবমান। এছাড়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩১ এবং ডেভিড মিলার অপরাজিত ২০ রান করেন।

দিল্লির হয়ে চমৎকার বোলিং করেছেন মুস্তাফিজ। নয়া দলের হয়ে অভিষেকের দিন ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া খলিল আহমেদ ২ উইকেট পান।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

জবাবে দিল্লি ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রিশাব পান্ট ছাড়া আর কোন ব্যাটসম্যান বড় স্কোর গড়তে পারেননি। ৯ উইকেটে ১৫৭ রানে থামতে বাধ্য হয় দিল্লি।

পান্ট সর্বোচ্চ ৪৩ রান করেন। ললিত যাদব ২৫ ও রভম্যান পাওয়েল ২০ রান করেন।

লকি ফার্গুসন ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিয়ে দিল্লির ব্যাটিং লাইনআপে ধ্বস নামান। এছাড়া মোহাম্মদ শামি ২ উইকেট পান।

ম্যাচ সেরার পুরস্কার পান লকি ফার্গুসন।

সংক্ষিপ্ত স্কোরঃ

গুজরাট টাইটান্সঃ ১৭১/৬ (২০), ওয়েড ১, শুবমান ৮৪, শঙ্কর ১৩, হার্দিক ৩১, মিলার ২০*, তেওয়াটিয়া ১৪, মনোহর ১, রাশিদ ০*; মুস্তাফিজ ৪-০-২৩-৩, খলিল ৪-০-৩৪-২, কুলদ্বীপ ৪-০-৩২-১

দিল্লি ক্যাপিটালসঃ ১৫৭/৯ (২০), পৃথ্বী ১০, সেইফার্ট ৩, মানদ্বীপ ১৮, পান্ট ৪৩, ললিত ২৫, পাওয়েল ২০, আক্সার ৮, শারদুল ২, কুলদীপ ১৪*, খলিল ০, মুস্তাফিজ ৩*; শামি ৪-০-৩০-২, হার্দিক ৪-০-২২-১, ফার্গুসন ৪-০-২৮-৪, রাশিদ ৪-০-৩০-১

ফলাফলঃ গুজরাট টাইটান্স ১৪ রানে জয়ী

ম্যাচ সেরাঃ লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স)।

৯৭ ডেস্ক

Read Previous

বাটলারের সেঞ্চুরিতে মুম্বাইকে হারাল রাজস্থান

Read Next

ম্যাজিক নয় নিজের দায়িত্ব সম্পর্কে জানেন বলেই সফল জয়

Total
0
Share