

মুস্তাফিজের ঝলকের দিনে ব্যর্থতার গল্প লিখেছে তার দল দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্সের কাছে তারা হেরেছে ১৪ রানের ব্যবধানে। চলমান আইপিএলে এটি গুজরাটের টানা ২য় জয়।
শুবমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে ৬ উইকেটে ১৭১ রান করে গুজরাট। ৪৬ বলে ৬ চার ও ৪ ছয়ে ৮৪ রান করেন শুবমান। এছাড়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩১ এবং ডেভিড মিলার অপরাজিত ২০ রান করেন।
দিল্লির হয়ে চমৎকার বোলিং করেছেন মুস্তাফিজ। নয়া দলের হয়ে অভিষেকের দিন ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া খলিল আহমেদ ২ উইকেট পান।
A brilliant 2⃣0⃣th over from Fizz sees us restrict the Titans to 1⃣7⃣1⃣ ????
Onto our batters now ????#YehHaiNayiDilli #GTvDC #IPL2022
— Delhi Capitals (@DelhiCapitals) April 2, 2022
4⃣-0⃣-2⃣3⃣-3⃣ ????
Kaisa laga Fizz ka DC debut doston ????#YehHaiNayiDilli #GTvDC #IPL2022
— Delhi Capitals (@DelhiCapitals) April 2, 2022
View this post on Instagram
জবাবে দিল্লি ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রিশাব পান্ট ছাড়া আর কোন ব্যাটসম্যান বড় স্কোর গড়তে পারেননি। ৯ উইকেটে ১৫৭ রানে থামতে বাধ্য হয় দিল্লি।
পান্ট সর্বোচ্চ ৪৩ রান করেন। ললিত যাদব ২৫ ও রভম্যান পাওয়েল ২০ রান করেন।
লকি ফার্গুসন ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিয়ে দিল্লির ব্যাটিং লাইনআপে ধ্বস নামান। এছাড়া মোহাম্মদ শামি ২ উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার পান লকি ফার্গুসন।
সংক্ষিপ্ত স্কোরঃ
গুজরাট টাইটান্সঃ ১৭১/৬ (২০), ওয়েড ১, শুবমান ৮৪, শঙ্কর ১৩, হার্দিক ৩১, মিলার ২০*, তেওয়াটিয়া ১৪, মনোহর ১, রাশিদ ০*; মুস্তাফিজ ৪-০-২৩-৩, খলিল ৪-০-৩৪-২, কুলদ্বীপ ৪-০-৩২-১
দিল্লি ক্যাপিটালসঃ ১৫৭/৯ (২০), পৃথ্বী ১০, সেইফার্ট ৩, মানদ্বীপ ১৮, পান্ট ৪৩, ললিত ২৫, পাওয়েল ২০, আক্সার ৮, শারদুল ২, কুলদীপ ১৪*, খলিল ০, মুস্তাফিজ ৩*; শামি ৪-০-৩০-২, হার্দিক ৪-০-২২-১, ফার্গুসন ৪-০-২৮-৪, রাশিদ ৪-০-৩০-১
ফলাফলঃ গুজরাট টাইটান্স ১৪ রানে জয়ী
ম্যাচ সেরাঃ লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স)।