

আধিপত্য বিস্তার করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের বোলিংয়ের পর অধিনায়ক বাবর আজমের দাপুটে সেঞ্চুরি ও ইমাম উল হকের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে স্বাগতিকরা ৯ উইকেটে জয়লাভ করেছে। ২-১ ব্যবধানে সিরিজও পাকিস্তানের পক্ষে।
শুরুতে বোলিং নিয়ে অজি ব্যাটসম্যানদের উপর চড়াও হয়ে ওঠে পাকিস্তানি বোলাররা ৷ শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের পেসের দাপটে ৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে সফরকরীরা। সেখান থেকে ৬৭ রানের মধ্যে তাদের উপরের সারির ৫ ব্যাটসম্যান সাজঘরে চলে যায়।
পরবর্তীতে অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরি এবং শন অ্যাবটের ৪৯ ও বেন ম্যাকডারমটের ৩৬ রানের কল্যাণে দুইশোর কোটা পার করতে সমর্থ হয় অজিরা। শেষ পর্যন্ত ২১০ রানে সবকটি উইকেট হারায় তারা।
পাকিস্তানের পক্ষে হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম ৩টি করে এবং শাহীন আফ্রিদি ২ উইকেট নেন।
২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪ রানে ফখর জামানকে হারালেও আর কোন উইকেট পড়তে দেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। অসাধারণ ব্যাটিং করেছেন বাবর ও ইমাম। অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে ভেড়ান এ দুইজন।
১১৫ বলে ১২টি চারে ১০৫ রানে অপরাজিত থাকেন বাবর। ওপেনিংয়ে নামা ইমাম ১০০ বলে ৬ চার ও ১ ছয়ে ৮৯ রানে অপরাজিত থাকেন।
অজিদের পক্ষে একমাত্র উইকেটটি নেন নাথান এলিস।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২১০/১০ (৪১.৫), হেড ০, ফিঞ্চ ০, ম্যাকডারমট ৩৬, লাবুশেইন ৪, স্টয়নিস ১৯, ক্যারি ৫৬, গ্রিন ৩৪, অ্যাবট ৪৯, বেহরেনডর্ফ ২, এলিস ২, জ্যাম্পা ০*; শাহীন আফ্রিদি ৮-২-৪০-২, রউফ ৮.৫.-১-৩৯-৩, জাহিদ ৮-০-৫১-১, ওয়াসিম ১০-১-৪০-৩, ইফতিখার ৭-০-৩৮-১
পাকিস্তানঃ ২১৪/১ (৩৭.৫), ফখর ১৭, ইমাম ৮৯*, বাবর ১০৫*; এলিস ৬-০-৩৮-১
ফলাফলঃ পাকিস্তান ৯ উইকেটে জয়ী, ২-১ ব্যধানে সিরিজ জয়ী
ম্যাচ সেরাঃ বাবর আজম (পাকিস্তান)
সিরিজ সেরাঃ বাবর আজম (পাকিস্তান)।