

উমেশ যাদবের অসাধারণ বোলিং ও আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে সহজ জয় পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পাঞ্জাব কিংসকে তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।
পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ে প্রথমদিকে ভানুকা রাজাপাকসে ঝড় তুললেও উমেশ ও সাউদির বোলিংয়ের সামনে পরবর্তীতে ব্যাটসম্যানরা ঠিকভাবে মেলে ধরতে পারেননি। শেষদিকে কাগিসো রাবাদার দ্রুতগতির ব্যাটিংয়ের কারণে ১৩৭ রান পর্যন্ত যেতে সমর্থ হয় পাঞ্জাব।
রাজাপাকসে মাত্র ৯ বলে ৩টি করে চার ও ছয়ের সহায়তায় সর্বোচ্চ ৩১ রান করেন। রাবাদার সংগ্রহ ১৬ বলে ২৫ রান।
উমেশ ৪টি ও সাউদি ২টি উইকেট পান।
১৩৮ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে কেকেআর। তবে রাসেলের দানবীয় ব্যাটিংয়ে ৩৩ বল হাতে রেখে জয় পেয়ে যায় তারা। স্যাম বিলিংসের সাথে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটিও গড়েন তিনি।
মাত্র ৩১ বলে ২ চার ও ৮টি বিশাল ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন রাসেল। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৬ ও বিলিংস অপরাজিত থাকেন ২৪ রানে।
পাঞ্জাবের পক্ষে রাহুল চাহার ২ উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার যায় উমেশ যাদবের পক্ষে।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাঞ্জাব কিংসঃ ১৩৭/১০ (১৮.২), মায়াঙ্ক ১, ধাওয়ান ১৬, রাজাপাকসে ৩১, লিভিংস্টোন ১৯, বাওয়া ১১, শাহরুখ ০, হারপ্রীত ১৪, স্মিথ ৯*, রাহুল চাহার ০, রাবাদা ২৫, আর্শদ্বীপ ০; উমেশ ৪-১-২৩-৪, সাউদি ৪-০-৩৬-২, মাভি ২-০-৩৯-১, নারাইন ৪-০-২৩-১, রাসেল ০.২-০-০-১
কোলকাতা নাইট রাইডার্সঃ ১৪১/৪ (১৪.৩), রাহানে ১২, ভেঙ্কটেশ ৩, শ্রেয়াস ২৬, বিলিংস ২৪*, রানা ০, রাসেল ৭০*; রাহুল চাহার ৪-১-১৩-২, স্মিথ ২-০-৩৯-১, রাবাদা ৩-০-২৩-১
ফলাফলঃ কোলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ উমেশ যাদব (কোলকাতা নাইট রাইডার্স)।