

ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষ সেশনে শিমন হারমারের স্পিন ঘূর্ণিতে পিছিয়ে গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ৪ উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজ বলছেন এখনই সব শেষ হয়ে যায়নি, টেস্ট ম্যাচ বলেই ক্ষণে ক্ষণে মোড় বদলের সম্ভাবনা থাকে। যতটা সম্ভব কাছাকাছি যেতে চায় বাংলাদেশ।
৪ উইকেটে ২৩৩ রানে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকাকে লাঞ্চের পর ৩৬৭ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে সাড়ে ৬ বছর পর টেস্ট খেলতে নামা অফ স্পিনার হারমারের ঘূর্ণিতে এলোমেলো সফরকারীরা।
এখনো ২৬৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হারানো ৪ উইকেটের সবকটিই হারমারের পকেটে। ৪৪ রান নিয়ে অপরাজিত আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এখান থেকে বাংলাদেশের পরিকল্পনা কি হবে ও সম্ভাবনাই কেমন? সংবাদ সম্মেলনে এসে এমন সব প্রশ্নের উত্তর দেন অলরাউন্ডার মিরাজ।
মিরাজ বলেন, ‘এখনো অনেক বাকি আছে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছে, রাব্বি আছে, আমি আছি।’
‘যত দূরে যেতে পারি, চেষ্টা করব। যত দূরে যাব ততো ভালো হবে। ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যতো দূরে যেতে পারি, সেটাই ভালো হবে।’
‘এখনো অনেক দূরের চিন্তা। চেষ্টা করব প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আজ স্পিনাররা যে সুবিধা পেয়েছে তা বিস্ময়ই বলা যায়। শেষ বিকেলে হারমারের সাথে কেশব মহারাজ, ডিন এলগাররা ভালোই অস্বস্তিতে ফেলেন টাইগার ব্যাটারদের। এর আগে একাদশে বাংলাদেশের একমাত্র স্বীকৃত স্পিনার মিরাজও ছড়ি ঘুরিয়েছেন।
দলের হয়ে সর্বোচ্চ ৪০ ওভার বল করেছেন এই অফ স্পিনার, নিয়েছেন ৩ উইকেট। উইকেট থেকে স্পিনাররা ফায়দা লুটছে উল্লেখ করেন মিরাজ।
তার ভাষ্য, ‘স্পিনাররা তো হেল্প পাচ্ছেই। দেখেন, ওদের সব উইকেট স্পিনারই নিয়েছে। বল টার্ন করছে, একটু নিচু হচ্ছে—যেটা কঠিন। তবে ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে। জয় ভালো করছে। মেন্টালি স্ট্রং থাকলে আরও কাছাকাছি যেতে পারব।’