

ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়লো পাকিস্তান। ইমাম উল হক ও অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরির কল্যাণে লাহোরে ২য় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। বিফলে যায় বেন ম্যাকডারমটের ১ম সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৩৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত সূচনাই করেন স্বাগতিকদের দুই ওপেনার ইমাম ও ফখর জামান। উদ্বোধনীতে ১১৮ রানের জুটি গড়েন তারা। এ দুইজন শতরানের জুটি গড়েছেন, এমন কোন ম্যাচ এখনও পর্যন্ত হারেনি পাকিস্তান।
ফখর জামান ৬৭ রানে মার্কাস স্টয়নিসের বলে বোল্ড হন। এরপর বাবর আজমের সাথে ১১১ রানের জুটি গড়েন ইমাম। টানা ২ ম্যাচে সেঞ্চুরির দেখা পান ইমাম। ৯৭ বলে ৬ চার ও ৩ ছয়ে ১০৬ রান করেন তিনি।
ইমামের বিদায়ের পর বাবর দলের দায়িত্বভার নিজের কাঁধে নেন। ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ১৫ তম সেঞ্চুরি আদায় করে নেন তিনি। ৮৩ ইনিংসে এ লক্ষ্য পূরণ করেন তিনি, হাশিম আমলার চেয়ে ৩ ইনিংস কম। ৮৩ বলে ১১ চার ও ১ ছয়ে ১১৪ রান করে আউট হন তিনি। খুশদিল শাহ ২৭ ও ইফতিখার আহমেদ ১১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
অজিদের পক্ষে অ্যাডাম জ্যাম্পা ২ উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৪৮ রান করে সফরকারীরা। ম্যাকডারমট সর্বোচ্চ ১০৪ রান করেন। ট্রাভিস হেড ৮৯, মারনাস লাবুশেইন ৫৯ এবং স্টয়নিস ৪৯ রান করেন।
পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ৪টি ও মোহাম্মদ ওয়াসিম ২ উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার পান বাবর আজম।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ৩৪৮/৮ (৫০), হেড ৮৯, ফিঞ্চ ০, ম্যাকডারমট ১০৪, লাবুশেইন ৪৯, স্টয়নিস ৪৯, ক্যারি ৪, গ্রিন ৫, অ্যাবট ২৮, এলিস ১*, জ্যাম্পা ০*; শাহীন আফ্রিদি ১০-০-৬৩-৩, ওয়াসিম ১০-০-৫৬-২, জাহিদ ১০-০-৭১-১, খুশদিল ৬-০-৫৭-১
পাকিস্তানঃ ৩৫২/৪ (৪৯), ফখর ৬৭, ইমাম ১০৬, বাবর ১১৪, রিজওয়ান ২৩, খুশদিল ২৭*, ইফতিখার ১১*; এলিস ৯-০-৬৯-১, জ্যাম্পা ১০-০-৭১-২, স্টয়নিস ৩-০-২৩-১
ফলাফলঃ পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ বাবর আজম (পাকিস্তান)।