

পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম উল হক অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে প্রবেশ করেছেন। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হয়ে তিনি ক্যারিয়ারের নবম ওয়ানডে শতরান করেছেন। পেছনে ফেলেন প্রোটিয়া কিংবদন্তি ব্যাটসম্যান হাশিম আমলার রেকর্ড।
লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ইমাম সেঞ্চুরি করেন, সিরিজে এটি তাঁর টানা ২য়। এদিনই দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে ছাড়িয়ে নবম ওয়ানডে সেঞ্চুরি পান সবচেয়ে কম ইনিংস খেলে। ২৬ বছর বয়সী ওপেনিং ব্যাটার তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৪৮ তম ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন।
হাশিম আমলা ৫২ ইনিংসে তাঁর নবম সেঞ্চুরিটি করেছিলেন, কুইন্টন ডি কক ৫৩ এবং বাবর আজম ওয়ানডেতে ৯ নম্বর সেঞ্চুরিটি করতে ৬১ ইনিংস সময় নিয়েছিলেন।
ক্যারিয়ারের প্রথম ৪৮ ইনিংস খেলে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার জন্য কিংবদন্তি জহির আব্বাসকেও ছাড়িয়ে গেছেন বাঁ-হাতি ব্যাটার ইমাম উল হক। গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে তাঁর তিন অঙ্কের ইনিংসের সময়, ইমাম ৪৮ ইনিংসে জহির আব্বাসের ২১৬৬ রানের রেকর্ড ছাড়িয়ে যান। ওয়ানডেতে ইমামের সংগ্রহে এখন ২,২০০ রান।
ইমামের চেয়ে বেশি রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। যিনি তাঁর ক্যারিয়ারের প্রথম ৪৮ ইনিংসে মোট ২৪৬২ রান সংগ্রহ করেছিলেন।
সবচেয়ে কম ইনিংসে (৯) ওডিআই সেঞ্চুরিঃ
১. ইমাম উল হক- ৪৮ ইনিংস
২. হাশিম আমলা- ৫২
৩. কুইন্টন ডি কক- ৫৩
৪. বাবর আজম- ৬১
৫. জনি বেয়ারস্টো- ৬৬।