

একটি টেস্ট ম্যাচ শুরু হতে দেরি মাঠের সাইটস্ক্রিন সমস্যায়, এটি একই সাথে হাস্যকর এবং হতাশাজনক। ডারবানের কিংসমিডে প্রোটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হতে আধা ঘন্টার বেশি সময় দেরি এমন বিরল সমস্যায় পড়ে। পরে ৭৬.৫ ওভারেই শেষ হয় প্রথম দিনের খেলা। সাইটস্ক্রিন জটিলতার কান্ডে দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হবার কথা থাকলেও তা শুরু হয়নি। দুই দলের ক্রিকেটাররা মাঠে নেমে গেলেও পরে সাইটস্ক্রিন সমস্যার কারণে মাঠ ত্যাগ করে ড্রেসিংরুমে ফেরে। ৩৫ মিনিট পরে শুরু হয় ম্যাচ।
এমন কান্ডে এবার ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছে,
‘ডারবানের হলিউডবেটস কিংসমিডে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু করতে দেরি হওয়ার জন্য সিএসএ ক্ষমাপ্রার্থী। খেলা শুরুর নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে পরিষেবা প্রদানকারী পাওয়ার সোর্সে প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ভাগ্যজনক বিলম্ব ঘটেছে।’
‘এই ত্রুটির পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে সিএসএ ভালোভাবে কাজ করছে।’
CSA has been working closely with the service provider to ensure there is no repetition of this fault.
— Cricket South Africa (@OfficialCSA) March 31, 2022