

আজ থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজের ১ম টি। কিংসমিডে যখন প্রোটিয়া ব্যাটারদের বিপক্ষে উইকেট নেবার চেষ্টায় মত্ত বাংলাদেশি বোলাররা, তখন আরেক টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে।
চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। মূলত ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা।
এই ২ টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান সাইকেলের অংশ। আজ (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
আগামী ৮ মে বাংলাদেশে পৌছাবে শ্রীলঙ্কা। মূল সিরিজের আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা (১১ ও ১২ মে)।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হবে ১ম টেস্ট।
শহর বদলে ২৩ মে থেকে শুরু হবে ২য় ও শেষ টেস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ২য় টেস্ট।
শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি-
শ্রীলঙ্কা দলের বাংলাদেশ পৌছানো- ৮ মে, ২০২২
২ দিনের প্রস্তুতি ম্যাচ- ১১-১২ মে, ২০২২, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
১ম টেস্ট- ১৫-১৯ মে, ২০২২, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টেস্ট- ২৩-২৭ মে, ২০২২, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।