

কষ্টার্জিত জয়ে পয়েন্টের খাতা খুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে লো স্কোরিং ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তারা হারিয়েছে ৩ উইকেটের ব্যবধানে।
টসে জিতে বোলারদের হাতে বল তুলে দেন আরসিবির দলপতি ফাফ ডু প্লেসিস। হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়ে যায় কেকেআরের ব্যাটসম্যানরা। আকাশ দ্বীপ ও হারশাল প্যাটেল তাকে যোগ্য সহায়তা করে কেকেআরকে ১২৮ রানে বেধে ফেলে।
কেকেআরের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আন্দ্রে রাসেলের। উমেশ যাদব ১৮ ও স্যাম বিলিংস ১৪ রান করেন।
হাসারাঙ্গা ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কারও যায় তার পক্ষে। এছাড়া আকাশ দ্বীপ ৩টি ও হারশাল ২ উইকেট পান।
১২৯ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে ১৭ রানে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে আরসিবি। ডেভিড উইলি (১৮) ও শারফেন রাদারফোর্ডের (২৮) মধ্যকার ৪৫ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় তারা।
এরপর শাহবাজ আহমেদ ও দীনেশ কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে ৪ বল বাকি থাকতে জয় পেয়ে যায় আরসিবি। শাহবাজ ২০ বলে ২৭ রানে আউট হলেও কার্তিক ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
কেকেআরের পক্ষে টিম সাউদি ৩টি ও উমেশ যাদব ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
কোলকাতা নাইট রাইডার্সঃ ১২৮/১০ (১৮.৫), রাহানে ৯, ভেঙ্কটেশ ১০, শ্রেয়াস ১৩, রানা ১০, নারাইন ১২, বিলিংস ১৪, জ্যাকসন ০, রাসেল ২৫, সাউদি ১, উমেশ ১৮, বরুণ ১০*; সিরাজ ৪-০-২৫-১, আকাশ দ্বীপ ৩.৫-০-৪৫-৩, হাসারাঙ্গা ৪-০-২০-৪, হারশাল ৪-২-১১-২
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৩২/৭ (১৯.২), ডু প্লেসিস ৫, অনুজ ০, কোহলি ১২, উইলি ১৮, রাদারফোর্ড ২৮, শাহবাজ ২৭, কার্তিক ১৪*, হাসারাঙ্গা ৪, হারশাল ১০*; উমেশ ৪-০-১৬-২, সাউদি ৪-০-২০-৩, নারাইন ৪-০-১২-১, বরুণ ৪-০-৩৩-১
ফলাফলঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ ওয়ানিন্দু হাসারাঙ্গা (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।