

বাংলাদেশ ‘এ’ দলের সঠিক কোনো প্রক্রিয়া নেই লম্বা সময় ধরে। একটা দল গঠন করে সফরে পাঠানোতেই যেন দায়িত্ব শেষ হয়ে পড়েছিল। ২০১৯ সালের পর কোনো ম্যাচই খেলেনি। তবে আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে ‘এ’ দল, জুন-জুলাইয়ে জাতীয় দলের সাথে করবে ওয়েস্ট ইন্ডিজ সফর, আলোচনা চলছে দক্ষিণ আফ্রিকায়ও।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে দুই মেয়াদে ৮ বছর কাজ করেন আকরাম খান। ‘এ’ দলের কার্যক্রমও ছিল তার অধীনে, শুরুর দিকে নিয়মিত সফর ও সিরিজ আয়োজন হলেও শেষদিকে তা মন্থর হয়ে পড়ে।
তবে নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে জালাল ইউনুস বেশ আশার বাণী শুনিয়েছেন। অবশ্য শুধু আশা দেখিয়ে থমকে যাচ্ছেন না, বাস্তবায়নেও নেমে পড়েছেন। জুন-জুলাইয়ে ২ টেস্ট ও সমান তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে জাতীয় দল। একই সময় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমাতে পারে ‘এ’ দলও।
এদিকে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে জাতীয় দল। সেখানে আছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সাথে ‘এ’ দলের সফর নিয়ে আলাপ আলোচনাও করেছেন। চলতি বছর না হলে আগামী বছর দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে বাংলাদেশ ‘এ’ দল।
গতকাল (২৯ মার্চ) ডারবানে উপস্থিত বানলাদেশী সাংবাদিকদের জালাল বলেন, ‘আমরা চেষ্টা করছি, দক্ষিণ আফ্রিকার সাথেও কথা হয়েছে ‘এ’ দলের একটা প্রোগ্রাম এখানে করতে চাচ্ছি। এখনো তারা সূচি দেয়নি, আমরা আলোচনা করছি। ২০২২ সালে নাহলেও ২০২৩ সালে তারা যেন আমাদের আতিথেয়তা দিতে পারে। সেসব নিয়েই আলাপ আলোচনা হচ্ছে।’
‘জুন-জুলাইয়ে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে একই সাথে ‘এ’ দলেরও যাওয়ার কথা রয়েছে। এটা চূড়ান্ত হলে আপনারা জানতে পারবেন। ‘এ’ দল খুবই গুরুত্বপূর্ণ, একই সময় ‘এ’ দলের সাথে যদি কোনো একাডেমি দল বা অন্য কোনো অনূর্ধ্ব-১৯ দলও কোথাও সফর করতে পারে…আমরা চেষ্টা করবো জাতীয় দলের সাথে বেশি করে সফর করানোর জন্য।’