

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের পরাজয়ের পর বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে। বাংলাদেশের সমান ৯৩ রেটিং পয়েন্ট থাকা সত্ত্বেও পাকিস্তান ছয় থেকে এক ধাপ নিচে নেমে জায়গা পেল সাতে।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবি।
তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, দ্বিতীয় ইংল্যান্ড, তৃতীয় অস্ট্রেলিয়া। চতুর্থ অবস্থানে আছে ভারত এবং পঞ্চম অবস্থানে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর সাতে থাকা বাংলাদেশ নিশ্বাস ফেলছিল পাকিস্তানের কাধে। এবার লাহোরে অস্ট্রেলিয়ার কাছে ৮৮ রানের বড় হারের পর র্যাংকিংয়ে এক ধাপ নেমে গেল পাকিস্তান। ফলে সুখবর পেল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি স্বাগতিক পাকিস্তান https://t.co/SkOtvcSh6Q
— Cricket97 (@cricket97bd) March 29, 2022