

সহজ জয় দিয়ে পাকিস্তানে ওয়ানডে সিরিজের শুভ সূচনা করলো অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের অসাধারণ সেঞ্চুরি ও অ্যাডাম জ্যাম্পার চমকপ্রদ বোলিংয়ে পাকিস্তানকে সহজে তারা হারিয়েছে ৮৮ রানের ব্যবধানে। বিফলে যায় ইমাম উল হকের দাপুটে সেঞ্চুরি।
লাহোরে ১ম ওয়ানডেতে আনকোরা একাদশ নিয়ে ব্যাটিংয়ে নামে অজিরা। দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকিয়ে বসেন ট্রাভিস হেড। ৭২ বলে ১২ চার ও ৩ ছয়ে ১০১ রানের দ্রৌপদী ইনিংস খেলেন তিনি। সাথে বেন ম্যাকডারমটের হাফ সেঞ্চুরি (৫৫) ও ক্যামেরন গ্রিনের ৩০ বলে অপরাজিত ৪০ রানের সুবাদে ৭ উইকেটে ৩১৩ রানের বড় সংগ্রহ করে অ্যারন ফিঞ্চের দল।
পাকিস্তানের পক্ষে হারিস রউফ ও অভিষিক্ত জাহিদ মাহমুদ ২টি করে উইকেট পান।
৩১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার ইমাম ও অধিনায়ক বাবর আজম ছাড়া আর কারো ব্যাটে উল্লেখযোগ্য রান পায়নি পাকিস্তান। ইমাম ৯৬ বলে ৬ চার ও ৩ ছয়ে ১০৩ রান করে নবাগত নাথান এলিসের বলে বোল্ড হন। বাবর ৫৭ রান করেন। ২২৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
অজিদের পক্ষে জ্যাম্পা ৪টি এবং সুইপসন ও হেড ২টি করে উইকেট পান।
ব্যাটিংয়ে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ২ উইকেটে নিয়ে অলরাউন্ডিং পারফরম্যান্সের দরুণ নিশ্চিতভাবে ম্যাচ সেরার পুরস্কার পান ট্রাভিস হেড।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ৩১৩/৭ (৫০), হেড ১০১, ফিঞ্চ ২৩, ম্যাকডারমট ৫৫, লাবুশেইন ২৫, স্টয়নিস ২৬, ক্যারি ৪, গ্রিন ৪০*, অ্যাবট ১৪, এলিস ৩*; রউফ ৮-০-৪৪-২, জাহিদ ১০-০-৫৯-২, ইফতিখার ৬-০-৩৬-১, খুশদিল ১০-০-৫০-১
পাকিস্তানঃ ২২৫/১০ (৪৫.২), ফখর ১৮, ইমাম ১০৩, বাবর ৫৭, শাকিল ৩, রিজওয়ান ১০, ইফতিখার ২, খুশদিল ১৯, হাসান ২, ওয়াসিম ০, রউফ ৭, জাহিদ ০*; অ্যাবট ৭-০-৩৬-১, জ্যাম্পা ১০-০-৩৮-৪, এলিস ৮-০-৩৬-১, সুইপসন ৮.২-০-৫৩-২, হেড ৬-০-৩৫-২
ফলাফলঃ অস্ট্রেলিয়া ৮৮ রানে জয়ী
ম্যাচ সেরাঃ ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।