গ্রাহাম থর্প পেলেন আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব

এবার পদত্যাগ করলেন ইংল্যান্ডের সহকারী কোচ গ্রাহাম থর্প
Vinkmag ad

গ্রাহাম থর্পকে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। স্টুয়ার্ট ল-এর চেয়ার বসলেন থর্প, যিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আফগানিস্তানের প্রধান কোচ ল্যান্স ক্লুসনার তাঁর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন, যা গত ৩১ ডিসেম্বর শেষ হয়। ২০১৯ বিশ্বকাপের পর দুই বছরেরও বেশি সময় ধরে এই পদে ছিলেন ক্লুসনার। তাঁর ফাকা পদে সাময়িক সময়ের জন্য প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল এর কাঁধে। বাংলাদেশ সিরিজের আগে আফগানিস্তান দলের দায়িত্ব গ্রহণ করে আসেন সফরে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবার স্থায়ীভাবে বেছে নিয়েছে প্রাক্তন ইংলিশ ব্যাটার গ্রাহাম থর্পকে। ইংল্যান্ডের জার্সিতে ১০০ টি টেস্ট এবং ৮২টি ওয়ানডে খেলেছেন থর্প।

অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ব্যর্থতার দায় মাথায় নিয়ে ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গ্রাহাম থর্প। এবার নতুন ঠিকানা বানালেন আফগানিস্তানে।

জুলাইয়ে আফগানিস্তান দল একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য আয়ারল্যান্ড সফর করার কথা রয়েছে। এটিই রাশিদ-মুজিবদের সাথে থর্পের প্রথম অ্যাসাইনমেন্ট হবে। এরপর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপেও গ্রাহাম থর্পের অধীনেই খেলবে আফগানরা।

এখন পর্যন্ত নয় ম্যাচ শেষে সাত জয়ে ৭০ পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই সুপার লিগে আফগানিস্তান চতুর্থ স্থানে রয়েছে। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তাঁরা ২৩২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

৯৭ ডেস্ক

Read Previous

খেলাঘরের হয়ে খেলতে ঢাকায় থারাঙ্গা

Read Next

বড় জয় দিয়ে সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া

Total
0
Share