ক্রিকেট দলে রাগবি খেলোয়াড় ও শান্ত-মিরাজদের সুখস্মৃতি

ক্রিকেট দলে রাগবি খেলোয়াড় ও শান্ত-মিরাজদের সুখস্মৃতি

দক্ষিণ আফ্রিকার ডারবানের কিংসমিড বেশ পুরোনো টেস্ট ভেন্যুগুলোর একটি। তবে এবারই বাংলাদেশ প্রথম এই মাঠে টেস্ট খেলতে নামছে। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ৩১ মার্চ এই মাঠেই শুরু হবে। তার আগে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত যুব দলের হয়ে এখানে খেলার স্মৃতিচারণ করলেন।

২০১৫ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল দক্ষিণ আফ্রিকা সফরে যায়। ৭ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নেয় ৫-২ ব্যবধানে। ডারবানের কিংসমিডে হওয়া প্রথম দুইটি ওয়ানডের সাথে শেষটিও জিতেছিল টাইগার যুবারা। অর্থাৎ এই মাঠে ৩ ম্যাচেই জিতেছিল সফরকারীরা।

এবার জাতীয় দলের হয়ে ঐতিহ্যবাহী এই মাঠে খেলার আগে পুরোনো স্মৃতি তুলে ধরলেন শান্ত। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এই বাঁহাতি জানান সেবার দক্ষিণ আফ্রিকা যুব দলের হয়ে বেশ কয়েকজন রাগবি খেলোয়াড়ও খেলেন। যে কারণে ব্যাটিং করার সময় দ্বিধায় পড়তে হয়েছে।

‘অনেক ভালো লাগছে, প্রায় ৬-৭ বছর আগে আসছিলাম। তখনো আমাদের বেশ ভালো কিছু স্মৃতি ছিল, কারণ এখানে আমরা যে কয়টা ম্যাচই খেলেছি যুব দলের হয়ে সবগুলো ম্যাচই জিতেছি। ভালো স্মৃতি বলতে ওদের দলে বেশ কয়েকজন রাগবি খেলোয়াড় ছিল।’

‘ওরা ব্যাটিংয়ে নামলে আমরা বুঝতাম না আসলে তারা ক্রিকেট খেলতে নেমেছে নাকি রাগবি খেলতে নেমেছে। এরকম অনেক মজার মুহূর্ত ছিল। তবে দিন শেষে ঐ সময় আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি, অনেক উপভোগ করেছি, অনেক কিছু শিখতেও পারছি।’

দক্ষিণ আফ্রিকা যুব দলের হয়ে সেবার শান্তদের মোকাবেলা করা কাইল ভেরেনে, লুথো সিপামলা, উইয়ান মুল্ডার আছেন প্রোটিয়াদের এবারের টেস্ট স্কোয়াডে। ফলে আগেরবার যুব দলের হয়ে মোকাবেলা করা প্রোটিয়া এসব ক্রিকেটারের বিপক্ষে শান্তরা এবার খেলবেন জাতীয় দলের হয়ে।

রোমাঞ্চিত শান্ত এ প্রসঙ্গে বলেন, ‘সবচেয়ে বড় কথা ঐ সময় তাদের দলে যারা ছিল মুল্ডার, সিপামলা ছিল, ওদের সাথে আরও একটা ম্যাচ খেলার সুযোগ…। ওদের সাথে খেলার জন্য এক্সাইটেড এবং অনেকদিন পর দেখা হবে। আশা করছি আমাদের এই ম্যাচগুলোও ভালো যাবে আর ভালো সময় কাটাবো ইন শা আল্লাহ।’

সফরে বাংলাদেশ যুব দল দারুণ ছন্দে থাকলেও শান্তর ব্যাট হাসেনি খুব একটা। চতুর্থ ম্যাচে অবশ্য খেলেন দল জেতানো ৬৯ রানের ইনিংস। তবে সব মিলিয়ে ব্যাটিং ইউনিট ছিল দুর্দান্ত। ঐ সফরের আত্মবিশ্বাস এবার টেস্টে সুযোগ পেল কাজে লাগাতে চান শান্ত।

বাঁহাতি এই ব্যাটার যোগ করেন, ‘আর আমার ব্যাটিং দিক নিয়ে বললে ঐ সময় আমরা যখন খেলছিলাম ব্যাটিং ভালো করেছি, ২-৩ টা মোটামুটি বড় স্কোর ছিল দলের। দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম, তো ঐ আত্মবিশ্বাসটাও আছে। আশা করছি এবার যদি সুযোগ আসে ঐ আত্মবিশ্বাসটা নিয়েই মাঠে নামবো, আশা করছি ভালো কিছুই হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

স্থগিত হওয়া সিরিজ খেলতে জুনে পাকিস্তান যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল

Read Next

যে কারণে নেটে নিয়মিত বোলিং অনুশীলনে শান্ত

Total
0
Share