নাইম-জাকিরের অবিশ্বাস্য ধারাবাহিকতা, মুখোমুখি লড়াইয়ে জিতলো নাইমরা

নাইম-জাকিরের অবিশ্বাস্য ধারাবাহিকতা, মুখোমুখি লড়াইয়ে জিতলো নাইমরা
Vinkmag ad

টানা ৩ ম্যাচে আউট হয়েছেন ৯০ এর ঘরে, এরপর টানা দুই সেঞ্চুরি। লেজেন্ড অব রূপগঞ্জের হয়ে নাইম ইসলামের ব্যাটে যেন ছুটছে রানের ফোয়ারা। আজ (২৮ মার্চ) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে বৃষ্টি আইনে পাওয়া জয়ের দিনেও অপরাজিত ছিলেন ১১৪ রানে। তাকে যোগ্য সঙ্গ দিয়ে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় সতীর্থ চিরাগ জানি।

রাজধানীর ইউল্যাব মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ২৯ রানে। নাইমের মতো ব্যাট হাতে দারুণ ধারাবাহিক প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্সের জাকির হাসান।

টস হেরে আগে ব্যাট করতে নেমে জাকিরের ৯১ রানের সাথে ভারতীয় অলরাউন্ডার অপরাজিত বাবার ৭২ রানে ভর করে ২৯৪ রানের পুঁজি রূপগঞ্জের স্কোরবোর্ডে। জবাবে ৪৩ ওভারে চিরাগ ও নাইমের জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৫৭ রান তুলে ফেলে লেজেন্ডস অব রূপগঞ্জ। এরপর বৃষ্টি নামলে আর খেলা মাঠে গড়ায়নি, বৃষ্টি আইনে জয় পায় লেজেন্ডস অব রূপগঞ্জ।

আগে ব্যাট করতে নামা রূপগঞ্জ টাইগার্স ওপেনিং জুটিতে তোলে ৫৫ রান। ৩৩ রান করে মিজানুর রহমান রান আউট হলে ভাঙে জুটি। এরপর অপরাজিত বাবাকে নিয়ে জাকিরের ১৩৭ রানের জুটি।

৮২ বলে ৭ চার, ৩ ছক্কায় ৯১ রান করে জাকির ফিরেছেন নাবিল সামাদের বলে মাশরাফি বিন মর্তুজাকে ক্যাচ দিয়ে। টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ইতোমধ্যে দুই সেঞ্চুরি জাকিরের, আজকের ৯১ ছাড়া বাকি ইনিংসটিও ৬৩ রানের।

জাকিরের পর অবশ্য সেঞ্চুরির পথে হেঁটে ব্যর্থ অপরাজিতও । ৮৫ বলে সমান তিনটি করে চার, ছক্কায় ৭২ রান করে আউট হন চিরাগ জানির বলে। ইনিংসের শেষ ওভারে অলআউট হওয়ার আগে রূপগঞ্জ টাইগার্স ২৯৪ রানের পুঁজি পায় আরিফুল হক (২৬), শরিফুল্লাহ (১৮) ও ফরহাদ রেজার (১২ বলে ২৫) কিছু ছোট তবে কার্যকরী ইনিংসে ভর করে।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা বেশ বাজে হয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জের। দলীয় ৫ রানেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (১) ও আব্বাস মুসা (৪) ফিরে যান। সেখান থেকে চিরাগ জানি ও নাইমের ২৩৮ রানের জুটি।

৯২ বলে সেঞ্চুরি হাঁকানো চিরাগ ফিরেছেন ১০৯ বলে ৮ চার ৬ ছক্কায় ১২২ রান করে। তবে ১০৯ বলে সেঞ্চুরি তুলে নেওয়া নাইম দলকে সহজ জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন। ৪৩ ওভার শেষেই স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৫৭, নাইম তখন ব্যাট করছিলেন ১৩০ বলে ৮ চার ২ ছক্কায় ১১৪ রানে।

তবে এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়, বৃষ্টি আইনে ৪৩ ওভারে লেজেন্ডস অব রূপগঞ্জের প্রয়োজন ছিল ২২৯ রান। ২৫৭ রান তুলে ফেলায় ২৯ রানের জয় লেখা হয় লেজেন্ডস অব রূপগঞ্জের নামের পাশে।

সংক্ষিপ্ত স্কোর:

রূপগঞ্জ টাইগার্স ২৯৪/১০ (৫০ ওভার) মিজানুর ৩৩, জাকির ৯১, অপরাজিত ৭২, ফজলে ৩, মার্শাল ১০, আরিফুল ২৬, শরিফুল্লাহ ১৮, ফরহাদ ২৬, নাসুম ৬, শফিকুল ২*, মুগ্ধ ১; মাশরাফি ৯-০-৫৫-২, নাবিল ১০-১-৩৯-২, শফিউল ৬-০-৪৩-২, নাইম ৯-০-৪৪-০, আসিফ ৮-০-৬১-০, চিরাগ ৮-০-৪৯-২।

লেজেন্ডস অব রূপগঞ্জ ২৫৭/৩ (৪৩ ওভার) তামিম ১, আব্বাস ৪, চিরাগ ১২২, নাইম ১১৪*, রাকিবুল ৩*; নাসুম ৮-০-৩৮-১, শরিফুল্লাহ ১০-১-৪৭-১, শফিকুল ৫-০-৩৩-০, মুগ্ধ ৮-০-৪৯-০, ফরহাদ ২-০-২০-০, ফজলে ৫-০-৩১-০, অপরাজিত ২-০-২১-০, আরিফুল ৩-০-১৮-১।

ফলাফল: বৃষ্টি আইনে ২৯ রানে জয়ী লেজেন্ডস অব রূপগঞ্জ

ম্যাচ সেরা: চিরাগ জানি (লেজেন্ডস অব রূপগঞ্জ)।

৯৭ প্রতিবেদক

Read Previous

আশরাফুলের ডাক, গাজী গ্রুপের কাছে হারল ব্রাদার্স

Read Next

ধোনির সিদ্ধান্তকে যেকারণে যৌক্তিক বলছেন ডি ভিলিয়ার্স

Total
1
Share