

এখন অব্দি আয়ারল্যান্ডের কোন সিনিয়র দল (পুরুষ ও নারী) পাকিস্তান সফর করেনি। তবে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। আয়ারল্যান্ড নারী দল প্রথম আইরিশ সিনিয়র দল হিসাবে পাকিস্তান সফরে যাচ্ছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে যে চলতি বছরের নভেম্বরে সাদা বলে ৬ টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে আইরিশ নারীরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এই তথ্য নিশ্চিত করেছে।
📡: PAKISTAN TOUR
Ireland Women are set to play an historic six-match series in Pakistan in late 2022.
➡️ Read more: https://t.co/NU0Rcfq0QQ#BackingGreen ☘️🏏 pic.twitter.com/C6mpdixFHS
— Cricket Ireland (@cricketireland) March 28, 2022
PCB unveils bumper women’s cricket season
More details: https://t.co/Q7Djt81zNe pic.twitter.com/fmgB8NCHft
— PCB Media (@TheRealPCBMedia) March 28, 2022
আয়ারল্যান্ড নারী দল ও পাকিস্তান নারী দল ১৯৯৭ সালের বিশ্বকাপে প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিল। এখন অব্দি তারা খেলেছে ৩৩ টি ম্যাচ (ফরম্যাট ভেদে) যেখানে ২৪ টি ম্যাচ জিতেছে পাকিস্তান, ৯ টিতে আয়ারল্যান্ড।