

আইপিএলের মঞ্চে প্রথম বার দেখা যাবে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। এবারের মৌসুমেই হার্দিকের ডেপুটি হিসেবে কাজ করার দায়িত্ব পেলেন রাশিদ খান। গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি জানাল, দলের সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে আফগান স্পিন জাদুকর রাশিদ খানকে।
গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতি দিয়ে, দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে রাশিদ খানের নাম ঘোষণা করল। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সহকারী হিসেবে অভিজ্ঞ রাশিদ খানকেই বেছে নিল গুজরাট ম্যানেজমেন্ট।
In yet another #SeasonOfFirsts, Rashid bhai becomes our Vice Captain! 💙#TitansFAM #AavaDe #TATAIPL pic.twitter.com/7QxFLtuah8
— Gujarat Titans (@gujarat_titans) March 27, 2022
এই প্রথম বার আইপিএলে অংশ নিতে চলছে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। দলের নেতৃত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে, যাকে আইপিএলে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে দেখা যাবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আগমনেই আইপিএলে চমক দিতে চায় গুজরাট।
রাশিদ খান ২০১৭ থেকে গত মৌসুম পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন। পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করে এবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপরে মেগা নিলামের আগেই অভিজ্ঞ রাশিদকে দলে ভেড়ায় নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। এবার তিনি পেলেন বড় দায়িত্ব।
আজ (২৮শে মার্চ) ওয়াংখেড়েতে গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচ আরেক নতুন দল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।