

নিউজিল্যান্ডে চলছে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ ২০২২। ৮ দলের টুর্নামেন্টে প্রত্যেকটি দল খেলেছে একে অপরের সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে জানা গিয়েছে ৪ সেমিফাইনালিস্টের নাম।
৭ ম্যাচের প্রত্যেকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া নারী দল আগে থেকেই সেমিফাইনালের টিকিট কেতে ফেলেছিল। ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের আগে ৯ পয়েন্ট অর্জন করে ফেলা দক্ষিণ আফ্রিকার সেমিতে যাওয়াও ছিল নিশ্চিত।
বাকি দুই জায়গা নির্ধারণ হয়েছে শেষ দিনে। বাংলাদেশকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় ইংল্যান্ডের। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাই তাকিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচের দিকে।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেই বাদ পড়ে যাবে ভারত, সেমিফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ- এমন সমীকরণের ম্যাচে ৩ উইকেটে হেরেছে ভারত। তাতে থেমেছে ভারতের বিশ্বকাপ যাত্রা। চূড়ান্ত ৪ সেমিফাইনালিস্টের তালিকায় নেই মিতালি রাজের দলের নাম।
A dramatic finish to yet another #CWC22 thriller with South Africa emerging as victors on the final ball against India ⚡️ pic.twitter.com/ufPw44K4Pv
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 27, 2022
চূড়ান্ত ৪ সেমিফাইনালিস্ট- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
West Indies have qualified for the #CWC22 semi-finals 👏 pic.twitter.com/GmR5KdcbQg
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 27, 2022
গ্রুপ পর্বের সবকটি ম্যাচ শেষে পয়েন্ট তালিকা
অস্ট্রেলিয়া- ৭ ম্যাচে ৭ জয়- ১৪ পয়েন্ট
দক্ষিণ আফ্রিকা- ৭ ম্যাচে ৫ জয়, ১ হার- ১১ পয়েন্ট
ইংল্যান্ড- ৭ ম্যাচে ৪ জয়, ৩ হার- ৮ পয়েন্ট
ওয়েস্ট ইন্ডিজ- ৭ ম্যাচে ৩ জয়, ৩ হার- ৭ পয়েন্ট
ভারত- ৭ ম্যাচে ৩ জয়, ৪ হার- ৬ পয়েন্ট
নিউজিল্যান্ড- ৭ ম্যাচে ৩ জয়, ৪ হার- ৬ পয়েন্ট
বাংলাদেশ- ৭ ম্যাচে ১ জয়, ৬ হার- ২ পয়েন্ট
পাকিস্তান- ৭ ম্যাচে ১ জয়, ৬ হার- ২ পয়েন্ট।
আগামী ৩০ ও ৩১ মার্চ যথাক্রমে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে হবে দুই সেমিফাইনাল। ৩ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।