

টেস্ট ক্রিকেটে ৮০০০ রানের দ্রুততম মাইলফলক গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। মাত্র ১৫১ ইনিংসে এ কীর্তি গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার অধীনে, ১৫২ ইনিংসে তিনি পূর্ণ করেছিলেন ৮০০০ রান।
৮০০০ রান করতে শচীন টেন্ডুলকারের ১৫৪ ইনিংস, স্যার গারফিল্ড সোবার্সের ১৫৭ ইনিংস ও রাহুল দ্রাবিড়ের প্রয়োজন হয়েছিল ১৫৮ ইনিংস।
৬০ গড় ও ২৭ সেঞ্চুরি সমেত ৩২ বছর বয়সী স্মিথ ক্যারিয়ারে আরও কীর্তি গড়ার অপেক্ষায় আছেন। স্যান্ড পেপারগেট কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়ার পর ফিরে এসে অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।
২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে স্পর্শ করেছিলেন দ্রুততম ৭০০০ রানের রেকর্ড। বর্তমানে ফর্মের তুঙ্গে না থাকলেও এ রেকর্ড তাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ক্রিকেট খেলার।
লাহোরে ৩য় টেস্টের ২য় ইনিংসে ১৭ রান করে আউট হন তিনি।
২০১৯ এর অ্যাশেজের পর এখন পর্যন্ত ১টি মাত্র সেঞ্চুরি পেয়েছেন তিনি। ম্যাথু হেডেনকে পেছনে ফেলেছেন তিনি। হেডেন ১৬৪ ইনিংসে ৮০০০ রান করেছিলেন। রিকি পন্টিং ১৬৫, মাইকেল ক্লার্ক ১৭২, অ্যালান বোর্ডার ১৮৪ ও স্টিভ ওয়াহ ১৯৪ ইনিংসে ৮০০০ রান সংগ্রহ করেছিলেন।
২য় ইনিংসে অজিরা ৩ উইকেটে ২২৭ রানে ইনিংস ঘোষণা করে এবং পাকিস্তানকে ৩৫১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।
পাকিস্তান থামে ২৩৫ রান করে। ১১৫ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া, সিরিজ জেতে ১-০ তে।