তিন ফিফটিতে প্রাইম ব্যাংককে হারাল খেলাঘর

images 100
Vinkmag ad

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংককে উড়িয়ে দিয়ে খেলাঘর পেল ৭ উইকেটের বড় জয়! বিকেএসপিতে প্রাইম ব্যাংকের করা ২৪৯ রান খেলাঘর টপকে ফেলে ১৪ বল বাকি থাকতেই। খেলাঘরের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলা অমিত হাসান জিতলেন ম্যাচ সেরার পুরষ্কার।

বিকেএসপির চার নম্বর মাঠে বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল প্রাইম ব্যাংকের দুই ওপেনার এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দিপু। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৬১ রান। তবে ব্যক্তিগত ৩৩ রানে বিজয় বিদায় নিলে ভাঙ্গে জুটি। পরের ওভারে ফিরে যান দিপুও (১৯)।

এরপর অভিমন্যু ঈশ্বরন ও নাসির হোসেনের ব্যাটে শুরু হয় প্রতিরোধ। তবে এই দুইয়ের গড়া ৭৮ রানের জুটি ভাঙে ৪০ রান করা নাসিরের বিদায়ে। ফিফটির আগেই প্যাভিলিয়নে ফিরে যান অভিমন্যু (৪৮)। শামসুর রহমান শুভর ব্যাট থেকে আসে ২৯ রান। মেহেদী হাসান করেন ১৮। অধিনায়ক অলক কাপালি করতে পারেননি ১২ রানের বেশি। শেষদিকে নাহিদুল ইসলাম ২৪ রান করলেও দলের সংগ্রহ আড়াইশো পেরোয়নি।

বল হাতে খেলাঘরের হয়ে সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন টিপু সুলতান, মাসুম খান, মেহেদি হাসান ও নিহাদ উজ জামান।

২৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে উড়ন্ত সূচনা পেয়েছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। তবে ওপেনার হাসানউজ্জামান রান আউটে কাটা পড়েন ব্যক্তিগত ২৬ রানে। তিনে নামা উইকেটকিপার প্রিতম কুমার ফিরে যান দ্রুতই (৭)।

স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলা দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নেন পিনাক-অমিত। এই দুই ব্যাটসম্যান পালটা লড়াই চালিয়ে গড়েন ৯৩ রানে জুটি। প্রতিরোধ ভেঙ্গে প্রাইম ব্যাংককে সাফল্য এনে দেন স্পিনার মেহেদী হাসান। ৯৫ বলে এক ছক্কা ও ৪ চার হাঁকিয়ে ৬৮ রান করা ওপেনার পিনাক ঘোষ হাটেন সাজঘরের পথে।

পঞ্চাশ রান পূর্ণ করে শতরানের পথেই ছিলেন অমিত হাসান। কিন্তু অনাকাঙ্ক্ষিত চোটে বাধে বিপত্তি। ব্যাটিং করার মতো অবস্থায় না থাকায় অমিতকে ছাড়তে হয় মাঠ। ফেরার আগে ৭ চারে ৮৫ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান।

অধিনায়ক মাসুম খান টুটুলকে নিয়ে জয়ের জন্য বাকি কাজটা করেন সালমান হোসেন ইমন। ৫৩ রানে অপরাজিত থাকেন সালমান, আর মাসুম ৯ রান করতেই নিশ্চিত হয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতির জয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ২৪৯/১০ (৪৯.৪ ওভার) এনামুল ৩৩, শাহাদাত ১৯, অভিমন্যু ৪৮, নাসির ৪০, শামসুর ২৯, মেহেদী ১৮, কাপালি ১২, নাহিদুল ২৪, দেলোয়ার ২, রুবেল ০, রকিবুল ৭*; মাসুম ১০-০-৫২-২, টিপু ১০-০-৩৩-২, মেহেদি ৮.৪-০-৫১-২, নিহাদ  ৮-০-৪৯-২

খেলাঘর সমাজ কল্যাণ সিমিতিঃ ২৫৩/৩ (৪৭.৪ ওভার) পিনাক ৬৮, হাসানউজ্জামান ২৬, প্রিতম ৭, অমিত ৮৫ (রিটায়ার্ড), সালমান ৫৩*, মাসুম ৯*; মেহেদি ১০-০-৪৮-২

ফলাফলঃ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ অমিত হাসান (খেলাঘর সমাজ কল্যাণ সমিতি)।

৯৭ ডেস্ক

Read Previous

নাইমের আক্ষেপ মেটানো সেঞ্চুরি, আবাহনীকে হারালো মাশরাফির রুপগঞ্জ

Read Next

ইতিহাস গড়ে আনন্দিত সাকিব টেস্ট সিরিজ নিয়েও আশাবাদী

Total
1
Share