

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। সিএসকে কে নেতৃত্ব দিয়ে একাধিকবার শিরোপা জিতিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি, তবে ২০২২ আইপিএলের আগে নেতৃত্ব ছাড়লেন তিনি।
চেন্নাই সুপার কিংস দলে নেতৃত্বে পরিবর্তন এসেছে। মাহেন্দ্র সিং ধোনি নন, এবারে চেন্নাইকে নেতৃত্ব দিবেন রবীন্দ্র জাদেজা।
এক বিবৃতিতে চেন্নাই সুপার কিংস জানিয়েছে, ‘মাহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে বদল আনার সিদ্ধান্ত নিয়েছেন এবং দলকে নেতৃত্ব দেবার জন্য রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছেন। ২০১২ সাল থেকেই চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রবীন্দ্র জাদেজা। চেন্নাইকে নেতৃত্ব দেওয়া ৩য় অধিনায়ক হবেন জাদেজা। ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে এই মৌসুম ও পরবর্তী মৌসুমে খেলা চালিয়ে যাবেন।’
📑 Official Statement 📑#WhistlePodu #Yellove 💛🦁 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে ১৯০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি, যার মধ্যে ১১৬ ম্যাচে জিতেছে চেন্নাই, হেরেছে ৭৩ টিতে। ফলাফল আসেনি ১ ম্যাচে।
মাহেন্দ্র সিং ধোনি ছাড়াও সুরেশ রায়না দলটিকে নেতৃত্ব দিয়েছেন ৫ ম্যাচে। যেখানে কেবল ১ ম্যাচে জিতেছে দল , হেরেছে ৩ টিতে, বাকি ম্যাচ হয়েছে টাই।