তাসকিনকে স্বান্তনা দেওয়া ছাড়া কিছু বলার নেই মুস্তাফিজের

তাসকিনকে স্বান্তনা দেওয়া ছাড়া কিছু বলার নেই মুস্তাফিজের
Vinkmag ad

নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। এমনিতে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা তেমন সুযোগ পান না। সাকিব আল হাসান বাংলাদেশের প্রতিনিধি হয়ে আইপিএলে ছিলেন নিয়মিত মুখ। এবারে দল পাননি তিনি, মুস্তাফিজুর রহমান আছেন একমাত্র বাংলাদেশি হিসাবে।

অবশ্য আরও এক বাংলাদেশি এবারের আসরেই আইপিএল খেলতে পারতেন। তবে দেশের হয়ে সব ফরম্যাট খেলা তাসকিন আহমেদকে এনওসি দেয়নি বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

টেস্ট দলের অংশ না হওয়ায় দক্ষিণ আফ্রিকা থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে যাবেন মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলার সুযোগ পেয়েও হাতছাড়া হওয়া তাসকিনকে স্বান্তনা দেওয়া ছাড়া কিছু বলার নেই মুস্তাফিজের।

দক্ষিণ আফ্রিকায় উপস্থিত বাংলাদেশি গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজুর রহমান জানান তাসকিন আহমেদ এই মুহূর্তে বাংলাদেশ দলের কি (মূল) বোলার। যেকারণে আইপিএল খেলার সুযোগ পেয়েও হাতছাড়া করতে হয়েছে। 

মুস্তাফিজ বলেন, ‘আমাদের খেলা আছে, এখন ও (তাসকিন) আমাদের কি বোলার। এখন ওকে স্বান্তনা দেওয়া ছাড়া আমার… এখন কি বলবো?’

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হওয়ায় সবার নজর মুস্তাফিজের দিকেই থাকবে বলে মনে করেন তিনি। আগের আসরগুলোতে সাকিব আল হাসান থাকায় দর্শকরা দুই দলে বিভক্ত থাকত বলে মত মুস্তাফিজের।

মুস্তাফিজ বলেন, ‘আমি আর সাকিব ভাই খেললে (আইপিএল) দুইটা টিমে ভাগ হয় আমাদের বাংলাদেশে। এবার সবার আমার দিকেই দেখবে, কারণ এবছর সাকিব ভাই সব ফরম্যাটে আছে বলে সিলেক্ট হয় নাই।’

সাদা পোশাকে বাংলাদেশ দলের অংশ নন মুস্তাফিজুর রহমান। তবে বিশ্বাস করেন দল ওয়ানডে সিরিজে যেভাবে জিতেছে সেই ফ্লোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজও জিতবে। 

‘আমরা নিউজিল্যান্ডেও অনেক ভালো খেলেছি, এখানে (দক্ষিণ আফ্রিকা) যে পারবো না এমন না। আমাদের পেস বোলার, ব্যাটার সবাই ফর্মে আছে। আমরা ওয়ানডে বলেন, টেস্ট বলেন ভালো খেলছি। আশা করি আমরা সিরিজ জিতবো। ওয়ানডে সিরিজ আমরা জিতেছি, এই ফ্লো টা কাজে লাগবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

তামিমের চোখে সেরা তিনে ঢুকে পড়েছে প্রোটিয়া রাজত্ব জয়

Read Next

সরে দাঁড়ালেন ধোনি, চেন্নাইয়ের নয়া কাপ্তান জাদেজা

Total
72
Share