লাল-সবুজের যোদ্ধাদলকে নিয়ে টুইটার জুড়ে প্রশংসার বন্যা

2
Vinkmag ad

লাল-সবুজের যোদ্ধাদল আবারও নাম করল বিশ্ব মঞ্চে। এবারের আফ্রিকা অভিযানের শুরুতেই টাইগাররা পেল বড় সাফল্য। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম কোন সিরিজ জয়, ক্রিকেট দরবারে বাড়ল এই বাংলার মান। সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে এসেছে ৯ উইকেটের বড় জয়। এমন স্মরণীয় জয়ের দিন টুইটার জুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। তাসকিন, তামিমদের পারফর্ম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্লেষকরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁদের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের নায়ক তাসকিন আহমেদ, তামিম ইকবাল। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া স্বাগতিক দল তাসকিন, শরিফুলদের বোলিং তোপের সামনে পড়ে এদিন উঠে দাঁড়ানোর কোনরকম শক্তিই পায়নি। আগুন বোলিংয়ে তাসকিন করেছেন ব্যাটিং লাইনকে কুপোকাত, একাই দখলে নেনে ৫ উইকেট। অল্পতেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। এরপর জ্বলে উঠে তামিম-লিটনের ব্যাট, এই জুটি জয়ে রাখল বড় অবদান! নোঙ্গর ফেলে সাকিব দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। আর তাতেই লেখা হয়ে গেছে ইতিহাস।

প্রাণবন্ত বাংলাদেশের কাছে স্রেফ উড়ে গেল প্রোটিয়া বাহিনী। আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাংলাদেশের বাড়ল আরও ১০ পয়েন্ট। টুইটার মুখরিত বাংলাদেশ বন্দনায়,

৯৭ ডেস্ক

Read Previous

ক্যারেক্টার প্রমাণ করে সিরিজ জিততে চাওয়া সাকিবকে তামিমের ধন্যবাদ

Read Next

সিরিজ সেরা তাসকিনকে তামিম, ‘এটাই তোমার আইপিএল’

Total
21
Share