ক্যারেক্টার প্রমাণ করে সিরিজ জিততে চাওয়া সাকিবকে তামিমের ধন্যবাদ

3
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে ছিল সংশয়। কিন্তু পরিবারের সদস্য অসুস্থ থাকার পরেও দেশে না ফিরে এসে সাকিব নিজের ক্যারেক্টার প্রমাণ করেছে টাইগার অলরাউন্ডার এমনটাই বলছেন অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে ৩৮ রানে জিতে প্রোটিয়া মুল্লুকে জয়ের গেরো কাটায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই জোহানেসবার্গে হেরেছে ৭ উইকেটে ব্যবধানে। ফলে আজ (২৩ মার্চ) সেঞ্চুরিয়েন তৃতীয় ওয়ানডে ছিল অঘোষিত ফাইনাল। যে ম্যাচে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে জেতে ৯ উইকেটে।

অথচ সন্তান, মা ও শাশুড়ি সহ পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি ছিল দেশে। অথচ এমন পরিস্থিতিতে তৃতীয় ওয়ানোদের আগেই সাকিবের দেশে ফেরার কথা ছিল। বোর্ড থেকেও সর্বাত্মক সহায়তা করা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সাকিব থেকে যান, তৃতীয় ওয়ানডে শেষেই দেশে ফিরতে চান বলে জানান।

আজ ঐতিহাসিক সিরিজ জেতা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে গুটিয়ে দেওয়ার পথে ২৪ রানে নেন ২ উইকেট। অবশ্য বল হাতে আগুন ঝরান পেসার তাসকিন, নিয়েছেন ৩৫ রানে ৫ উইকেট। ৯ উইকেটে জয় পাওয়া ম্যাচে সাকিবের ব্যাটে অপরাজিত ১৮ রানে। যেখানে অধিনায়ক তামিম ৮৭ রানে ছিলেন অপরাজিত, লিটন দাসের ব্যাটে আসে ৪৮ রান।

ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানান সাকিবের দেশে না ফেরাটা দলের জন্য অনেক বড় বিষয় ছিল। এমনকি তার এই ত্যাগে আলাদা ধন্যবাদও দিয়েছেন, সাথে জানান সাকিব সিরিজটি জিততে চেয়েছেন।

তামিমের ভাষ্য, ‘আমার মতে, সাকিবের এখানে আসা ও খেলা অনেক বড় বিষয় ছিল। বিশেষ করে ওর দুই মেয়ে, মা এবং শাশুড়ি হাসপাতালে ভর্তি। তবু সে দেশের হয়ে খেলছে। এটিই ওর ক্যারেক্টার প্রমাণ করে। ও সিরিজটি জিততে চেয়েছিল। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। পুরো সিরিজে ও দুর্দান্ত ছিল।’

চলতি বছর এমনিতেই বাংলাদেশের অর্জনের খাতাটা বেশ ভারী হচ্ছে। নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় নিশ্চিতভাবেই বড় অর্জন। অধিনায়ক তামিমও এই কীর্তিকে রাখলেন উপরের দিকে।

তার মতে, ‘এটি অনেক বড় (অর্জন)। এটি খুব সম্ভবত আমার ক্যারিয়ারের, আমাদের ক্যারিয়ারের, আমরা চারজন সিনিয়র আছি ১৫ বছর ধরে খেলছি… আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। আমি এই সিরিজ জয়কেই সবার ওপরে রাখবো। এটি অনেক বড় জয়।’

‘দ্বিতীয়ত এটি আমাদের বিশ্বাস জোগাবে যে আমরা বিদেশে ট্যুর করলে শুধুই হারবো না, আমরা ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি… এই সিরিজ জয় অবশ্যই সেই আত্মবিশ্বাস দেবে দলের সবার মধ্যে।

৯৭ প্রতিবেদক

Read Previous

দুই দশকের অপেক্ষা শেষে প্রোটিয়া মুল্লুকে টাইগারদের ইতিহাস

Read Next

লাল-সবুজের যোদ্ধাদলকে নিয়ে টুইটার জুড়ে প্রশংসার বন্যা

Total
1
Share