

আগের দিনের ২৩২/৫ নিয়ে লাহোর টেস্টের দ্বিতীয় দিনেও উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। তবে মধ্যাহ্নভোজের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্রুত শেষ পাঁচ উইকেট হারিয়ে ৩৯১ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাব দিতে নেমে এক ওপেনারকে হারালেও দিন শেষে ভালো অবস্থানে পাকিস্তান।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৫ উইকেটে ২৩২ রান করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে দুই সেশন ব্যাট করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ৩৯১ রানে। জবাব দিতে নেমে ওপেনার ইমাম উল হকের উইকেট হারিয়ে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৯০ রান। এখনও ৩০১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা, হাতে ৯ উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুর দশ ওভার বেশ দেখে-শুনেই উইকেটে কাটিয়ে দেয় পাকিস্তানের দুই ওপেনার। তবে ব্যক্তিগত ১১ রানে ইমাম উল হককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন প্যাট কামিন্স। দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন আবদুল্লাহ শফিক ও আজহার আলি। ওপেনার শফিক ৪৫ আর তিনে নামা আজহার অপরাজিত ৩০ রানে।
এর আগে নাসিম শাহ’র রিভার্স সুইংয়ে কুপোকাত অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। দিনের প্রথম সেশনে অজি দুই ব্যাটসম্যান ক্যারি আর গ্রিন খেলেছেন দারুণ। লাঞ্চের আগে দু’জনের ব্যাটেই আসে ফিফটি। বিরতির পরেই বাঁধে বিপত্তি। ১৩৫ রানের জুটি ভেঙ্গে পাকিস্তানকে সাফল্য এনে দেন নওমান আলি। ৬৭ রানে ফিরে যান অ্যালেক্স ক্যারি।
ক্যামেরুন গ্রিনকে বোল্ড করেন নাসিম শাহ। বিদায়ের আগে ৯ চারের সাহায্যে ৭৯ রানের ইনিংস খেলেন এই অজি ব্যাটসম্যান। এরপর আর কোন ব্যাটসম্যান খেলেননি বড় ইনিংস। মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে, নাথান লায়ন ৪ আর সোয়েপসন আউট হয়েছেন ৯ রানে। অধিনায়ক প্যাট কামিন্স অপরাজিত থাকেন ১১ রানে।
শেষের ৪৫ রান তুলতেই অজিরা হারিয়েছে তাঁদের পাঁচ ব্যাটসম্যানকে। শেষপর্যন্ত ৩৯১ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
সংক্ষিপ্ত স্কোরঃ (২য় দিন শেষে)
অস্ট্রেলিয়া ১ম ইনিংসঃ ৩৯১/১০ (১৩৩.৩ ওভার) ওয়ার্নার ৭, খাজা ৯১, লাবুশেইন ০, স্মিথ ৫৯, হেড ২৬, গ্রিন ৭৯, ক্যারি ৬৭, স্টার্ক ১৩, কামিন্স ১১*, লায়ন ৪, সোয়েপসন ৯; আফ্রিদি ২৪.৩-৩-৭৯-৪, নাসিম ৩১-১৩-৫৮-৪, নওমান ২৫-৪-৭৭-১, সাজিদ ৩৩-৪-৯৭-১
পাকিস্তান ১ম ইনিংসঃ ৯০/১ (৩৯ ওভার) শফিক ৪৫*, ইমাম ১১, আজহার ৩০*; স্টার্ক ৮-৩-১০-০, কামিন্স ১০-২-২৭-১