

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মঙ্গলবার বিকেএসপিতে দেখা গেল স্পিনারদের জাদু। দুই ইনিংসের মোট ২০ উইকেটের ১৮টিই দখলে নিয়েছে স্পিনাররা। লো স্কোরিং ম্যাচে ১৪ রানে জিতেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ১৪৭ রানের লক্ষ্য দিয়ে শাইনপুকুরকে গুঁড়িয়ে দিয়েছে ১৩২ রানে। রাহাতুলের ৪ উইকেটের জবাবে সানজামুলও সমান ৪ উইকেট শিকার করে দলকে জেতান।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সৈকত আলিকে হারায় শেখ জামাল। এরপর সাইফ হাসান ও ইমরুল কায়েসের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। তবে ২০ রানে থাকা সাইফ হাসানের বিদায়ে ভাঙ্গে তাঁদের ৬০ রানের জুটি। রানের খাতা খোলার আগেই জহুরুল ইসলামকে প্যাভিলিয়নে পাঠান নাঈম হাসান।
অধিনায়ক ইমরুল কায়েস তিনে নেমে লড়াই চালান দারুণ ভাবে। তবে অভিজ্ঞ ইমরুলের ৩৯ রানের ইনিংস থামিয়ে দেন তরুণ পেসার হাসান মুরাদ। দুই রানের জন্য ফিফটি পূর্ণ করা হয়নি রবিউল ইসলাম রবির। তাঁর করা ৪৮ রানই দলের হয়ে সর্বোচ্চ ইনিংস।
এরপর শেখ জামালের আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে নির্ধারিত ওভারের আগেই ১৪৬ রানে থামে তাঁদের ইনিংস।
বল হাতে শাইনপুকুরের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস ৩৫ রানে ৪ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট দখলে নেন নাঈম হাসান ও হাসান মুরাদ।
লক্ষ্য তাড়ায় নেমে সানজামুল ইসলাম ও তাইবুর রহমানের স্পিন বিষে নীল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পাঁচ ব্যাটসম্যান কেবল পেরিয়েছেন দুই অঙ্কের ঘর, বাকি ছয় ব্যাটসম্যান আটকে যান এক সংখ্যার ঘরেই।
ছোট টার্গেট টপকাতে এসেই প্রতিপক্ষের স্পিন দাপটের শাইনপুকুরের ব্যাটসম্যানরা নাজেহাল। সর্বোচ্চ ৩৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন সাজ্জাদুল হক রিপন। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ৩১ রান।
ব্যর্থ জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ব্যক্তিগত ১৩ রানে তিনি বোল্ড হন সাইফ হাসানের হাতে। এছাড়া তিনে নামা তাসামুল হক খেলেন ২৪ রানের ইনিংস। শেষ ৪৫ রান তুলতেই শাইনপুকুর হারায় সাত ব্যাটসম্যানকে। ফলে সবক’টি উইকেট খুইয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১৪ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে শেখ জামাল।
বল হাতে ৩৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সানজামুল ইসলাম। এছাড়া ৪৩ রানে তিন উইকেট দখলে নেন তাইবুর রহমান।
সংক্ষিপ্ত স্কোরঃ
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ ১৪৬/১০ (৩৬.৪ ওভার) সৈকত ৫, সাইফ ২০, ইমরুল ৩৯, জহুরুল ০, রবিউল ৪৮, তাইবুর ৭, পারভেজ ৪, জিয়াউর ৩, সানজামুল ০, মৃত্যুঞ্জয় ০*, সুমন ৬; আসাদউজ্জামান ৪-১-২৪-১, নাঈম ৮-০-৩১-২, হাসান মুরাদ ৮-২-১৯-২, রাজা ৬-০-২১-১, রাহাতুল ৫.৪-০-৩৫-৪
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ ১৩২/১০ (৪৪ ওভার) আনিসুল ৫, অভিশেক ১৩, তাসামুল ২৪, মাহিদুল ৩১, রাজা ১৩, সাজ্জাদুল ৩৮*, নাঈম ১, রাহাতুল ০, আলাউদ্দিন ১, হাসান মুরাদ ০, আসাদউজ্জামান ০; পারভেজ ১০-২-১৫-১, সানজামুল ১০-১-৩৩-৪, তাইবুর ১০-২-৪৩-৩, মৃত্যুঞ্জয় ৪-১-৪-১, সাইফ ৪-০-২১-১
ফলাফলঃ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৪ রানে জয়ী
ম্যাচ সেরাঃ সানজামুল ইসলাম (শেখ জামাল ধানমণ্ডি ক্লাব)।