১৭ দলের লড়াই, জেসিআই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২২

১৭ দলের লড়াই, জেসিআই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২২
Vinkmag ad

ক্রিকেটকে বলা হয়ে থাকে ভদ্রলোকের খেলা। বাংলাদেশে এই খেলাটা মানুষের আবেগের সাথে মিশে গেছে। বলাই বাহুল্য তরুণদের কাছেই সবচেয়ে জনপ্রিয় এই খেলাটি। তরুণদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ নিজেদের মধ্যে আয়োজন করছে এক ক্রিকেট টুর্নামেন্ট।

স্বাধীনতার মাস মার্চে এই টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে জেসিআই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২২। যা আয়োজন করছে জেসিআই এর ৮ টি লোকাল চ্যাপ্টার- ঢাকা সাউথ, কসমোপলিটান, নর্থ, ইস্ট, সেন্ট্রাল, আপটাউন, ওয়েস্ট এবং প্রেস্টিজ।

আগামী ২৫ মার্চ দিনব্যাপী এই টুর্নামেন্ট মাঠে গড়াবে গুলশানের গুলশান ইয়্যুথ ক্লাব মাঠে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে যা চলবে বিকাল সাড়ে ৫ টা অব্দি। টুর্নামেন্টে অংশ নিবে জেসিআই বাংলাদেশের ১৭ টি লোকাল চ্যাপ্টার।

জেসিআই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপে অংশগ্রহণকারী ১৭ টি দল- জেসিআই ঢাকা কসমোপলিটান, জেসিআই ঢাকা ইম্পেরিয়াল, জেসিআই ঢাকা সাউথ, জেসিআই ঢাকা ডায়নামিক, জেসিআই ঢাকা ইউনাইটেড,
জেসিআই ঢাকা অ্যাচিভার্স, জেসিআই ঢাকা ওয়েস্ট, জেসিআই ঢাকা অ্যাস্ট্রাল, জেসিয়াই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট, জেসিআই ঢাকা নর্থ, জেসিআই ঢাকা প্রেস্টিজ, জেসিআই ঢাকা আপটাউন, জেসিআই ঢাকা ইয়াং, জেসিআই ঢাকা ইস্ট, জেসিআই ঢাকা সেন্ট্রাল, জেসিআই ঢাকা এলিট ও জেসিআই চিটাগাং কসমোপলিটান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়ক ট্রফি বুঝে নেবেন মেয়রের কাছ থেকে। বিশেষ অতিথি হিসাবে থাকবেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।

জেসিআই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২২ এর অনলাইন মিডিয়া পার্টনার হিসাবে আছে ক্রিকেট৯৭।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ৪ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

৯৭ প্রতিবেদক

Read Previous

আশরাফুলের ‘৫’ এর জবাবে শুভাগত’র ‘৫’, জিতল মোহামেডান

Read Next

স্পিনারদের দাপটে লো স্কোরিং ম্যাচ, ইমরুল কায়েসদের রোমাঞ্চকর জয়

Total
17
Share