

ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহামদ আশরাফুল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের শুভাগত হোম। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ এ আজকের ম্যাচে দুই দলের অধিনায়কই পেয়েছেন ৫ উইকেটের দেখা। তবে দিন শেষে হাসিমুখে মাঠ ছেড়েছেন শুভাগত, তার দল জিতেছে ৫৪ রানে।
সাভারের বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওপেনার রনি তালুকদারের ৫৮ রানের ইনিংসের পরেও ৪৯.৪ ওভার স্থায়ী ইনিংসে ২০৬ রানের বেশি করতে পারেনি মোহামেডান।
উইকেটরক্ষক জাহিদুজ্জামান ৪১ রানের অপরাজিত ইনিংস না খেললে ২০০ পার করা হতনা দলটির। এদিনও রানের দেখা পাননি পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ হাফিজ, আউট হয়েছেন ২৮ রান করে। রনি ও হাফিজের উইকেট সহ ২৩ রান খরচে ৫ উইকেট নেন আশরাফুল। ১০ ওভারে মেডেন দেন ২ টি।
বল হাতে সফল হলেও ব্যাট হাতে নিজের কাজটি করতে পারেননি আশরাফুল। সাজঘরে ফেরেন ১ রান করে। তার দলও ২০৭ রানের লক্ষ্য ছুতে পারেনি। ৪৩.৩ ওভারে ১৫২ তেই অলআউট তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার ইমতিয়াজ হোসেন। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ৩৬ ও ধীমান ঘোষ ৩২ রান করেন।
মোহামেডানের পক্ষে একাই ৫ উইকেট নেন শুভাগত হোম। ৮.৩ ওভারে ২৫ রান খরচে ৫ উইকেট নেন তিনি, নাজমুল ইসলাম অপু নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
মোহামেডান স্পোর্টিং ক্লাব ২০৬/১০ (৪৯.৪), রনি ৫৮, ইমন ১, সৌম্য ৭, হাফিজ ২৮, শুভ ১৬, আরিফুল ১০, শুভাগত ৮, জাহিদুজ্জামান ৪১*, মিশু ৪, হাসান ৩, অপু ১৪; রনি ১০-১-৩৪-২, ইফরান ৮-০-৪৪-১, আশরাফুল ১০-২-২৩-৫, বিপ্লব ৮-০-২৪-১, মইন ৪.৪-০-২১-১
ব্রাদার্স ইউনিয়ন ১৫২/১০ (৪৩.৩), ইমতিয়াজ ৪২, সাদিকুর ২, মাইশুকুর ০, আশরাফুল ১, বিপ্লব ৩৬, ধীমান ৩২, রনি ৭, মইন ১১*, নাইম জুনিয়র ৬, ইফরান ৭, সজীব ০; অপু ৮-২-২৮-২, শুভাগত ৮.৩-০-২৫-৫, শুভ ৫-০-২৩-১, হাসান ৬-০-২৫-১, আরিফুল ৪-১-১৪-১
ফলাফলঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫৪ রানে জয়ী
ম্যাচসেরাঃ শুভাগত হোম (মোহামেডান স্পোর্টিং ক্লাব)।