

শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে বেশ উচ্ছ্বসিত পাকিস্তানের নতুন ফাস্ট বোলিং কোচ শন টেইট। তার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যই হবে শাহীন আফ্রিদিকে সতেজ ও তরতাজা রাখা, এমনটাই বলেছেন টেইট।
করাচিতে ২য় টেস্টের সময় পাকিস্তান শিবিরে যোগ দেন টেইট। পিতার মৃত্যুর কারণে পাকিস্তানে আসতে তার দেরি হয়েছিল।
৩য় টেস্টের আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে টেইট জানান, ‘ আগেও বলেছি, খুবই ব্যস্ত সূচি যাবে এ ১২ মাস।’
‘তাই আমি মনে করি শাহীন আফ্রিদিকে কার্যকরী রাখার চেষ্টা করতে হবে। তার শরীরকে সতেজ রাখতে হবে। যদি সে ১০০ ভাগ ফিট থাকে এবং দলের জন্য উজাড় করে দিয়ে খেলে, তবে সে এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোলারের কাছাকাছি জায়গায় অবস্থান করবে।’
রাওয়ালপিন্ডি ও করাচি উভয় টেস্টে পাকিস্তানি পেসারদের উইকেট পেতে বেশ গলদঘর্ম হতে হয়েছিল। টেইট জানান, উইকেটটা এমন ছিল যে উভয় দলের পেসারদের বেশ কাঠখড় পোহাতে হয়েছিল।
‘তারা কোন সমস্যায় ছিল না। আমি মনে করি না এটা কোন বড় ব্যাপার ছিল।’
‘আমার মতে তারা বেশ ভালো বোলিং করেছিল। অবশ্যই ফাস্ট বোলারদের জন্য উইকেট কঠিন ছিল। তবে সেটা উভয় দলের ক্ষেত্রে হয়েছে। খেলার ফলাফলেই তা বুঝা যায়।’
‘মাঝেমধ্যে টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলারদের কঠিন পরিস্থিতি অপেক্ষা করে। পরের টেস্টে কি হবে, জানিনা। আমি শুধু খেলোয়াড়দের নিয়ে কাজ করছি এবং পরের ম্যাচের জন্য এগিয়ে যাচ্ছি।’