

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ২য় টেস্টের ভেন্যু ব্যাঙ্গালোরের উইকেট বিলো এভারেজ রেটিং পেয়েছে। ৩ দিনে শেষ হওয়া এ টেস্টের উইকেটের রিপোর্ট দেন ম্যাচ রেফারি ও ভারতের সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ।
এর ফলে আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষকদের কাছ থেকে একটি ডিমেরিট পয়েন্ট পাবে এ ভেন্যু।
প্রতিবেদনে শ্রীনাথ বলেন, ‘প্রথম দিন থেকে এ পিচে প্রচুর টার্ন দেখা যায়। যদিও প্রতি সেশনে উন্নতি হচ্ছিল, তবে আমার মতে ব্যাট ও বলের লড়াইয়ের জন্য এ পিচ উপযুক্ত ছিল না।’
ম্যাচ রেফারিদের কাছ থেকে যেসব পিচ বিলো এভারেজ হবে, তারা একটি করে ডিমেরিট পয়েন্ট পাবে। ৩ থেকে ৫টি ডিমেরিট পয়েন্ট পেলে সেসব ভেন্যুর পিচকে অনুপযুক্ত ধরা হয়।
টেস্টের প্রথম দিন থেকে বোলাররা কর্তৃত্ব স্থাপন করে ১৬ উইকেট হাতিয়ে নেয়। এর মধ্যে ৯টি ছিল স্পিনারদের। ভারতের ২৫২ রানের জবাবে ১ম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৮৬ রান।
২য় দিনের শুরুতে ১০৯ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। এরপর ৪৪৭ রানের বড় লক্ষ্য দাঁড়ায় লঙ্কানদের পক্ষে। ২য় ইনিংসে বেশ ভালো খেলে তারা। অধিনায়ক দিমুথ করুণারত্নে সেঞ্চুরির দেখা পান। যদিও ২০৮ রানে অলআউট হয়ে ভারতের কাছে ২৩৮ রানের বড় পরাজয় বরণ করে শ্রীলঙ্কা।