সেঞ্চুরিয়নের স্বপ্ন মাউন্ট মঙ্গানুইতে বসেই দেখেছিল বাংলাদেশ

সেঞ্চুরিয়নের স্বপ্ন মাউন্ট মঙ্গানুইতে বসেই দেখেছিল বাংলাদেশ
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। তবে এর আগে কখনো যে স্বাদ পায়নি টাইগাররা সেটা এবারই যে পাবে সে বিশ্বাস তৈরি হয়েছিল আরও মাস দুয়েক আগে। ম্যাচে ফিফটি হাঁকানো টাইগার ব্যাটার ইয়াসির আলি রাব্বিতো বলছেন দক্ষিণ আফ্রিকা সফরে জয়ের পরিকল্পনা নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েই করা শুরু করেছিল বাংলাদেশ।

গত জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে জয়ের খরা ঘোচার বাংলাদেশ। ঐ এক জয়ে যেন বাংলাদেশ শিবিরে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস।

এর আগে কোনো ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। তবে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারিয়ে সে স্বপ্নে ভালোভাবেই চোখ রেখেছিল টাইগাররা।

এবার দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ক্রিকেটার, কোচিং স্টাফের চোখে মুখেও ছিল বাড়তি উত্তেজনা। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে অধিনায়ক ও কোচ আলাদা আলাদা সংবাদ সম্মেলনে জানান এবার বিশেষ কিছু করাতেই নজর তাদের।

আর সেই বিশেষ কিছু পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। প্রথম ওয়ানডেতেই সেঞ্চুরিয়নে ৩৮ রানের জয় বাংলাদেশের। ম্যাচে সাকিব আল হাসান ও লিটন দাসের সাথে গুরুত্বপূর্ণ সময়ে ফিফটি হাঁকান ইয়াসির আলি রাব্বি।

ক্যারিয়ারের প্রথম ফিফটি জয়ে রাঙিয়ে রাব্বি বলছেন নিউজিল্যান্ডে বসেই দক্ষিণ আফ্রিকা বধের ব্যাপারে তারা ছিলেন আত্মবিশ্বাসী।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর পর থেকেই পুরো বাংলাদেশ দলের মাঝে বিশ্বাস তৈরি হয় যে আমরা যে কোনো দলকে হারাতে পারবো ইন শা আল্লাহ। সুতরাং এখানেও কোনো পার্থক্য ছিল না। আমরা আসলে যখন নিউজিল্যান্ডে ছিলাম তখনই বলছি আমরা দক্ষিণ আফ্রিকা গিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারবো। তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই ছিল (প্রত্যাশিত জয় কীনা এমন প্রশ্নে)।’

৩ ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের পর প্রথম সিরিজ জয়ের হাতছানিও বাংলাদেশের সামনে। পরের ম্যাচ ২০ মার্চ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। এগিয়ে থাকা বাংলাদেশ কি মানসিকতা নিয়ে খেলবে?

এমন প্রশ্নে রাব্বির জবাব, ‘আমরা বাংলাদেশ থেকে আসার আগেই…এখানে সিরিজ শুরু আগেও সবার মধ্যে একটা ব্যাপার ছিল যে আমরা দক্ষিণ আফ্রিকাকে হারাবো ইন শা আল্লাহ। সিরিজ জিতবো…সবার মাঝেই এই একটা আত্মবিশ্বাস বলেন বা বিশ্বাস বলেন সেটা ছিল যে আমরা জিততে পারবো ইন শা আল্লাহ। তো একই পরিকল্পনা, একই পজিটিভ ফ্রেম অব মাইন্ড নিয়ে খেলবো।’

৯৭ প্রতিবেদক

Read Previous

রাব্বির ব্যাটিংয়ে কতটা প্রভাব ছিল ডি ভিলিয়ার্স, অ্যালবি মরকেলের?

Read Next

ব্যর্থতার সব দায় নেওয়া নান্নু সাফল্যের কৃতিত্ব দিলেন সবাইকে

Total
53
Share