

ইনজুরিতে আইপিএল শেষ মার্ক উডের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ডান কনুইতে চোট পাওয়ায় লখনৌ সুপার জায়ান্টদের হয়ে এবারের আইপিএল আসর মাতানো হল না ইংলিশ তারকার।
ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড, লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল ২০২২-এ অংশ নেবেন না। গত সপ্তাহে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় ডান কনুইতে চোট পাওয়ায় ক্যারিবিয়ানে ইংল্যান্ডের টেস্ট সফরের বাকি অংশও মিস করবেন উড।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মার্ক উডের ইনজুরি প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছে,
‘আগামী সপ্তাহে উড ইনজুরির বিষয়ে বিশেষজ্ঞের মতামতের জন্য যুক্তরাজ্যে ফিরে আসবেন এবং কনুই বিশেষজ্ঞের কাছ থেকে আরও তথ্য না পাওয়া পর্যন্ত ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি থাকবেন মার্ক উড।’
২৪শে মার্চ গ্রেনাডায় তৃতীয় টেস্ট শুরু হওয়ার সাথে সাথে ইংলিশ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে বদলির প্রয়োজন হবে কিনা।
সুপার জায়ান্টরা এখনও তাঁদের স্কোয়াডে মার্ক উডের বদলি খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারীতে হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে উডকে ৭.৫ কোটি ভারতীয় রূপিতে দলে ভেড়ায় লখনৌ।