

দীর্ঘ বিরতির পর ঢাকা লিগে ফিরেছে সিটি ক্লাব। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ এ শুরুটা ভালো হয়নি ক্লাবটির। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ রানে হারার পর আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হেরেছে ৬ উইকেটে।
অন্যদিকে প্রথম ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ১৪৭ রানের বড় ব্যবধানে হারা গাজী গ্রুপ ক্রিকেটার্স ফিরেছে জয়ের ধারায়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে সিটি ক্লাব। ৪৯.৫ ওভারে ১৯৯ তেই অলআউট হয় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে আশিক উল আলম নাইমের ব্যাটে। এছাড়া শেষদিকে ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রাজিবুল ইসলাম।
মূলত সিটি ক্লাবের ব্যাটিং ধসিয়ে দেবার কাজটা করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাজী অনিক ইসলাম। এই তরুণ পেসার পান ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা। ৯.৫ ওভারে ২ মেডেন সমেত ৩০ রান খরচে ৬ উইকেট নেন অনিক। এছাড়া আশিকুর জামান ২ ও জয়নুল ইসলাম ১ উইকেট পান।
জবাব দিতে নেমে মেহেদী মারুফের ৯০ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ২০০ রান করে গাজী গ্রুপ। ২৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলি। ৮ চার ৩ ছয়ে ৯০ রান করা মেহেদী মারুফ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন।
সিটি ক্লাবের পক্ষে স্বান্তনার ২ উইকেট পান আব্দুল হালিম। ১ উইকেট পান মইনুল ইসলাম সোহেল।
দাপুটে বোলিংয়ের জন্য ম্যাচসেরা হন কাজী অনিক।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিটি ক্লাব ১৯৯/১০ (৪৯.৫), কমল ২৬, তুষার ১, মইনুল ২৭, জাওয়াদ ৯, আশিক ৫১, মইনুল ১৭, মিলন ৪, রাজু ২৪, রাজিবুল ৩১*, আমিনুর ১, হালিম ০; জয়নুল ৮-০-৫৩-১, আশিকুর ১০-০-৪১-২, অনিক ৯.৫-২-৩০-৬
গাজী গ্রুপ ক্রিকেটার্স ২০০/৪ (৪৬.৪), মেহেদী ৯০, নাবিল ১০, ফরহাদ ২৫, আল আমিন জুনিয়র ০, মাহমুদুল ২৩, আকবর ২৭*, জোহেব ১৮*; হালিম ৭.৪-০-৪৫-২, সোহেল ৮-০-২৫-১
ফলাফলঃ গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ কাজী অনিক (গাজী গ্রুপ ক্রিকেটার্স)।