

পাকিস্তানের ২য় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টের ৪র্থ ইনিংসে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন মোহাম্মদ রিজওয়ান। করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ড্র হওয়া টেস্টে অধিনায়ক বাবর আজমকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন তিনি।
১৭৩ বলে শতক পূর্ণ করেন রিজওয়ান। শেষ পর্যন্ত ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
Top knock from Mohammad Rizwan 💯
Watch #PAKvAUS live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺#WTC23 | https://t.co/lcSa2P7Q3l pic.twitter.com/jCBxcDkoLc
— ICC (@ICC) March 16, 2022
রিজওয়ানের আগে মইন খান ছিলেন পাকিস্তানের একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান, যিনি ৪র্থ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
রিজওয়ানের এটি ২য় শতরান। অজিদের বিপক্ষে এ শতরানের মাধ্যমে দলকে জয়ের সমান ড্র এনে দেন।
What an exceptional display of talent by these two. World cricket is blessed to witness such players in the middle.
Well done @babarazam258 @iMRizwanPak 🙌 https://t.co/mQKUoPq3AG
— Sir Vivian Richards (@ivivianrichards) March 16, 2022
Test cricket at its best . Quality stuff from both the team . Well played @Uz_Khawaja @babarazam258 @imabd28 @iMRizwanPak Beautiful to watch #PakvsAus
— Rashid Khan (@rashidkhan_19) March 16, 2022
তবে এ ড্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন অধিনায়ক বাবর আজম। ১৯৬ রানের অসাধারণ ইনিংস খেলেন বাবর।
৫০৬ রানের দুর্লভ লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দুইদিনে ১৭১.৪ ওভার মোকাবেলায় ৭ উইকেটে ৪৪৩ রান করে ম্যাচ ড্রয়ে সফল হয় পাকিস্তান।