

সাদা পোশাকে বাংলাদেশ দলে জায়গাটা পাকা করতে পারেননি, হারিয়েছেন কেন্দ্রীয় চুক্তি। তবে টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান পছন্দের ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) এ পারফর্ম করতে ভোলেননি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এবারের আসর শুরু করলেন ম্যাচ জেতানো অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে।
সাইফ হাসানের অলরাউন্ড নৈপুণ্যের দিনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃথা গেছে অমিত হাসানের অপরাজিত সেঞ্চুরি।
সাভারের বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে আজ টসে জিতে আগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ব্যাট করতে পাঠান শেখ জামাল দলপতি ইমরুল কায়েস।
তিনে নেমে অপরাজিত সেঞ্চুরি করেন অমিত হাসান। ১৩৬ বলে ১২ চারে ১০৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে সেভাবে সঙ্গ পাননি সতীর্থদের কাছ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে আশোক মেনেরিয়ার ব্যাটে। ৩০ রান করেন মাসুম খান টুটুল। ৫০ ওভারে ৭ উইকেটে ২২১ রান করে খেলাঘর।
View this post on Instagram
শেখ জামালের পক্ষে ৩ উইকেট নেন সাইফ হাসান, ২ টি উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ১ উইকেট পকেটে পোরেন তাইবুর রহমান।
জবাবে দুই ওপেনারের ১১১ রানের জুটিতেই শক্ত ভীত পায় শেখ জামাল। সৈকত আলি ৬৩ ও সাইফ হাসান ৬২ রান করেন। তিনে নামা ইমরুল কায়েস ১৬ রানের বেশি না করতে পারলেও জহুরুল ইসলাম অমির ব্যাটে আসে ৪৭ রান। শেষমেশ নুরুল হাসান সোহান অপরাজিত (২৫*) থেকে মাঠ ছাড়েন।
১৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে শেখ জামাল। ম্যাচসেরার পুরস্কার পান সাইফ হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ২২১/৭ (৫০), পিনাক ৪, প্রীতম ২৬, অমিত ১০৭*, আশোক ৩২, ইমন ৩, নাদিফ ৪, ইলিয়াস ১, টুটুল ৩০, রশিদ ১*; মৃত্যুঞ্জয় ৬-০-৩৭-২, সাইফ ১০-০-৩০-৩, তাইবুর ৮-১-৩০-১
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২২২/৪ (৪৭.৪), সৈকত ৬৩, সাইফ ৬২, ইমরুল ১৬, জহুরুল ৪৭, সোহান ২৫*, রসুল ৩*; হোসেন ৬-০-৩০-২, আশোক ১০-০-৪৭-১, নাদিফ ১-০-৩-১
ফলাফলঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ সাইফ হাসান (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)।