

করাচি টেস্টে সুবিধাজনক অবস্থায় আছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পর স্বাগতিক পাকিস্তানকে কম রানে বেধে ফেলে তারা। দিন শেষে ১ উইকেটে ৮১ রান করেছে অজিরা, এখন পর্যন্ত লিড পেয়েছে ৪৮৯ রানের।
৮ উইকেটে ৫০৫ রান নিয়ে ৩য় দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের ২য় বলেই মিচেল স্টার্ককে (২৮) ফেরান শাহীন শাহ আফ্রিদি। অভিষিক্ত মিচেল সুইপসনকে নিয়ে শেষ উইকেটে ৫১ রানের জুটি গড়ে ৯ উইকেটে ৫৫৬ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্স ৩৪ ও সুইপসন ১৫ রানে অপরাজিত থাকেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে অজিদের নিয়ন্ত্রিত বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৩৬ রান বাবর আজমের। নোমান আলি অপরাজিত থাকেন ২০ রানে।
অজিদের স্বীকৃত সব বোলারই উইকেট পেয়েছেন। মিচেল স্টার্ক ৩টি ও মিচেল সুইপসন ২টি উইকেট নেন। প্যাট কামিন্স, নাথান লায়ন ও ক্যামেরন গ্রিন ১টি করে উইকেট পান। বাকি ২ উইকেট আসে রান আউট থেকে।
স্বাগতিকদের ফলোঅনে না ফেলে অজিরা ২য় ইনিংস শুরু করে। ডেভিড ওয়ার্নার দ্রুত ফিরে গেলেও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা ৩৫ এবং মারনাস লাবুশেইন ৩৭ রান নিয়ে ৪র্থ দিন শুরু করবেন।
একমাত্র উইকেটটি পান হাসান আলি।
সংক্ষিপ্ত স্কোরঃ ৩য় দিন শেষে
অস্ট্রেলিয়ার ১ম ইনিংসঃ ৫৫৬/৯ ডিক্লেয়ার্ড (১৮৯) ওয়ার্নার ৩৬, খাজা ১৬০, লাবুশেইন ০, স্মিথ ৭২, লায়ন ৩৮, হেড ২৩, গ্রিন ২৮, ক্যারি ৯৩, স্টার্ক ২৮, কামিন্স ৩৪*, সুইপসন ১৫*; শাহীন আফ্রিদি ৩২-৮-৯৫-১, হাসান ২৫-৭-৭১-১, ফাহিম ২১-৪-৫৫-২, সাজিদ ৫৭-১০-১৬৭-২, নোমান ৪৮-৬-১৩৪-১, বাবর ৪-০-৭-১
পাকিস্তানের ১ম ইনিংসঃ ১৪৮/১০ (৫৩) শফিক ১৩, ইমাম ২০, আজহার ১৪, বাবর ৩৬, ফাওয়াদ ০, রিজওয়ান ৬, ফাহিম ৪, সাজিদ ৫, হাসান ০, নোমান ২০*, শাহীন ১৯; স্টার্ক ১৩-৫-২৯-৩, কামিন্স ১৩-২-৩৯-১, লায়ন ৯-৫-১৩-১, সুইপসন ৯-১-৩২-২, গ্রিন ৮-১-২৩-১
অস্ট্রেলিয়ার ২য় ইনিংসঃ ৮১/১ (১৭) খাজা ৩৫*, ওয়ার্নার ৭, লাবুশেইন ৩৭*; হাসান ৪-০-১৪-১