

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় মুনিম শাহরিয়ারের। ৪ প্রথম শ্রেণি, ১৩ লিস্ট এ ও ২১ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা। শুরুর সিরিজে ঠিক বলার মত রান করতে পারেননি মুনিম।
আফগান বোলারদের সামনে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেননি। ২ ম্যাচে ৭৫ স্ট্রাইক রেটে করেন ২১ রান। ৯ মার্চ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুনিম শাহরিয়ার জানান মুজিব-ফারুকীদের সামনে নার্ভাস ছিলেন না। চেষ্টা করেছেন, তবে পারেননি।
মুনিম বলেন, ‘নার্ভাসনেস কাজ করেনি, ওরা আন্তর্জাতিক বোলার, অভিজ্ঞ, ব্যাটসম্যান রিড করতে পারে। হয়নি আসলে, চেষ্টা করেছি, দেখা যাক।’
‘পার্থক্য (আন্তর্জাতিক ও ঘরোয়া) পরিবেশের। খুব একটা বাজে বল দেয় না জাতীয় দলে। নিজকে আরও ঝালাই করতে হবে চেষ্টা করবো ইন শা আল্লাহ।’
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসাবে কাজ করছেন জেমি সিডন্স। মুনিমকে নিজের মত খেলার ছাড়পত্র দিলেও তার উন্নতির জায়গা নিয়ে কাজ করছেন সিডন্স।
মুনিম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আজকে ট্রেনিং করেছি। প্রথমে আমাকে আমার মতো খেলতে বলছে। এখন যেগুলো উন্নতি করতে হবে সেগুলো নিয়ে কাজ করছি উনার (সিডন্স) সাথে।’
শুরুর সিরিজে সফল হননি। তাই জাতীয় দলের ভাবনা সম্পর্কে নিশ্চিত হবার মত কিছু হাতে নেই মুনিমের। যেটা আছে সেটা আসন্ন ডিপিএলে ভালো করার। সেই চেষ্টাটাই করবেন বলে জানান মুনিম।
মুনিম বলেন, ‘টিম ম্যানেজমেন্টের ভাবনাতো বলতে পারবো না। তবে উনারা আমাকে যথেষ্ঠ সাহস দিয়েছে, সুযোগ দিয়েছে। সামনে আসলে কি হবে জানিনা কিন্তু লোকাল যে টুর্নামেন্ট হচ্ছে ডিপিএল সেখানে ফোকাস করতে চাই।’