ড্রয়ে সমাপ্তি রাওয়ালপিন্ডি টেস্ট

ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট
Vinkmag ad

ড্রয়ের মধ্য দিয়ে নিষ্পত্তি হলো পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টে। শেষদিনে জোড়া শতক হাকিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক।

৭ উইকেটে ৪৪৯ রানে দিন শুরু করেছিল অজিরা। মাত্র ১০ রান যোগ করে বাকি ৩ উইকেট হারিয়ে বসে তারা।

পাকিস্তানের পক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন বাহাতি স্পিনার নওমান আলি। ৬ উইকেট শিকার করেছেন। এছাড়া শাহীন শাহ আফ্রিদি ২টি উইকেট পান।

১৭ রানের লিড পেয়ে ২য় ইনিংস শুরু করে বাবর আজমের দল। দুই ওপেনারই দিনের বাকিটা সময় পার করে দিয়েছেন নির্বিঘ্নে।

অজি বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে অনবদ্য ইনিংস খেলেছেন দুইজন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর ২য় ইনিংসেও সেঞ্চুরির দেখা পান ইমাম। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত সেঞ্চুরির ছোয়া পেয়েছেন শফিক।

৭৭ ওভারে ২৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন দু’জন। শফিক ২৪২ বলে ১৫ চার ও ১ ছয়ে ১৩৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ২২৩ বলে ৭ চার ও ২ ছয়ে ১১১ রানে অপরাজিত রয়ে যান ইমাম। উভয় ইনিংসে সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কারও পান ইমাম।

বেনো কাদির টেস্ট সিরিজের ২য় ও শেষ ম্যাচ ১২ মার্চ থেকে করাচিতে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তানের ১ম ইনিংসঃ ৫৭৬/৪ (১৬২), শফিক ৪৪, ইমাম ১৫৭, আজহার ১৮৫, বাবর ৩৬, রিজওয়ান ২৯*, ইফতিখার ১৩*; লায়ন ৫২-৫-১৬১-১, কামিন্স ২৮-৫-৬২-১, লাবুশেইন ১২-০-৫৩-১

অস্ট্রেলিয়ার ১ম ইনিংসঃ ৪৫৯/১০ (১৪০.১), খাজা ৯৭, ওয়ার্নার ৬৮, লাবুশেইন ৯০, স্মিথ ৭৮, হেড ৮, গ্রিন ৪৯, ক্যারি ১৯, স্টার্ক ১৩, কামিন্স ৮, লায়ন ৩, হ্যাজেলউড ০*; সাজিদ ৪৫-৯-১২২-১, নাসিম ২১-২-৮৯-১, শাহীন আফ্রিদি ৩০-৫-৮৮-২, নওমান ৩৮.১-৯-১০৭-৬

পাকিস্তানের ২য় ইনিংসঃ ২৫২/০ (৭৭), শফিক ১৩৬*, ইমাম ১১১*

ফলাফলঃ ম্যাচ ড্র

ম্যাচ সেরাঃ ইমাম উল হক (পাকিস্তান)।

৯৭ ডেস্ক

Read Previous

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকানো গুরবাজ দল পেলেন আইপিএলে

Read Next

ক্রিকেটে বেশ কিছু নতুন নিয়ম এনেছে এমসিসি

Total
0
Share