সাংবাদিকদের উপর মোহাম্মদ হাফিজের অসন্তোষ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোহাম্মদ হাফিজ
Vinkmag ad

নিজের মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করায় সাংবাদিকদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। সাবেক এই অলরাউন্ডার কখনোই ছেড়ে কথা বলতেন না এবং অবসরের পর আরও বেশি সক্রিয় হয়েছেন।

পাকিস্তানের ক্রিকেটীয় গঠনতন্ত্রের মান উন্নীত না করায় এবং স্থানীয় ক্রিকেটারদের অর্থনৈতিক নিরাপত্তা না দেওয়ায় সম্প্রতি এক সাক্ষাতকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছিলেন হাফিজ।

পিচের বর্তমান অবস্থার উন্নতি করা এবং কিউরেটরদের জন্য যথাযথ জিনিসপত্রের ব্যবস্থা করে ভালো মানের পিচ তৈরি করতে পরামর্শ দিয়েছেন তিনি।

হাফিজের মতে, যদি বোর্ডের প্রশাসনিক লোকেরা ঠিকভাবে কাজ না করতে পারে, তবে তাদের সরে যাওয়া উচিত। খারাপ সিরিজের পরে যেভাবে খেলোয়াড়রা বাদ পড়ে, প্রশাসকদেরও তাদের খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়া উচিত।

পাকিস্তানের ক্রিকেটের উন্নতিকরণে যেকোন কিছু করতে প্রস্তুত হাফিজ, পরিবর্তন করার জন্য যদি তাকে প্রদত্ত ক্ষমতা দেওয়া হয়।

তবে তার মন্তব্যকে যেভাবে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে, তাতে তিনি অখুশি হয়ে টুইট করেছেন।

‘সকল সাংবাদিকদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আপনারা আমার পুরো বক্তব্য উপস্থাপন করতে না পারেন, তবে দয়া করে তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার দরকার নেই।’

৯৭ ডেস্ক

Read Previous

আগে ভয় পেলেও এখন আর পান না সুজন

Read Next

সাকিব ইস্যুতে সুজনকে সমর্থন করলেন জালাল

Total
0
Share